স্প্যানিশ ফুটবল
এন্দ্রিকের দারুণ গোলে ম্যাচ জেতার পর ব্রাজিলিয়ান তরুণের উচ্ছ্বসিত প্রশংসা করলেন রেয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি।
Published : 27 Feb 2025, 12:34 PM
খেলার সুযোগ মেলে কালেভদ্রে। তাতেই প্রতিভার ছাপ বেশির ভাগ সময় মেলে ধরেন এন্দ্রিক। তার তেমন একটি ঝলকই এবার জয় এনে দিয়েছে রেয়াল মাদ্রিদকে। ম্যাচের পর ব্রাজিলিয়ান তরুণকে স্তুতির জোয়ারে ভাসালেন কোচ কার্লো আনচেলত্তি।
কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে বুধবার এন্দ্রিকের গোলেই রেয়াল সোসিয়েদাদের মাঠে জয় পায় রেয়াল মাদ্রিদ।
ম্যাচের ১৯তম মিনিটে জুড বেলিংহ্যামের দুর্দান্ত দূরপাল্লার পাস উরু দিয়ে থামিয়ে দারুণ ফিনিশিংয়ে বল জালে পাঠান এন্দ্রিক।
তারকায় ঠাসা আক্রমণভাবে লা লিগায় ও চ্যাম্পিয়ন্স লিগে খুব একটা সুযোগ হয় না ১৮ বছর বয়সী ফরোয়ার্ডের। কোপা দেল রের ম্যাচেই তাকিয়ে থাকেন তিনি। সেখানে পারফর্মও করে চলেছেন। এই প্রতিযোগিতায় গোলের দেখা পেলেন তিনি টানা তৃতীয় ম্যাচে। আসরে তার গোল হলো চারটি।
আগেও নানা সময়ে আনচেলত্তি বলেছেন, এই তরুণের কতটা গুণমুগ্ধ তিনি। আরও একবার সেই উচ্ছ্বাস ফুটে উঠল কোচের কন্ঠে।
“সে দুর্দান্ত ও নান্দনিক। যখনই সুযোগ পেয়েছে, নিজের অসাধারণ দিকগুলো সে মেলে ধরেছে। তার নিশানা দারুণ, খুবই গতিময় সে। বল পায়ে অবশ্য এখনও অনেক উন্নতি করার জায়গা আছে।”
“তবে তার ড্রিবলিং, দৌড়, পায়ে যে শট আছে… ওহ, দুর্দান্ত…। দ্বিতীয় গোলটিও সে পেতে পারত, চমৎকার শটটি পোস্টে লেগেছে। সে স্রেফ চোখধাঁধানো। এখনও বয়স অনেক কম, তবে খুব দ্রুত শিখছে সে।”
৫০তম মিনিটে বক্সের ভেতর থেকে এন্দ্রিকের গোলার মতো শট ক্রসবারে লেগে বাইরে চলে যায়। এছাড়া বেলিংহ্যাম, ভিনিসিউসরা আরও কিছু সুযোগ হাতছাড়া করায় ব্যবধান আর বাড়েনি। তাতে আরও বড় ব্যবধান নিয়ে পরবর্তী লেগে যেতে পারেনি রেয়াল মাদ্রিদ।
তবে অনেক তারকাকে বিশ্রাম দেওয়ার ম্যাচে এই ফলাফলে খুশিই রেয়াল মাদ্রিদ কোচ।
“আমরা এই মুহূর্তে ভালো অবস্থায় আছি। আজকে অনেককেই ঘুরিয়েফিরিয়ে খেলিয়েছি, তার পরও দল সুগঠিত ও আঁটসাঁট ছিল। রক্ষণের দিক থেকে ভালো একটি ম্যাচ খেলেছি। অনক পরিবর্তনের পরও আমরা ভালো খেলেছি।”
“আমাদের সন্তুষ্ট থাকা উচিত। বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ ছিল, প্রতিপক্ষ নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছে। সব দিক মিলিয়ে পরের লেগের জন্য ভালো ফল নিয়েই যাচ্ছি আমরা।”