“নতুন এই দলের মাধ্যমে অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হবে বলে আমি বিশ্বাস করি,” বলেন একজন।
Published : 28 Feb 2025, 04:47 PM
‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের’ প্রতিশ্রুতি নিয়ে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) আত্মপ্রকাশের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একে একে পাঠ করা হয় গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে। তারপর পরিবেশন করা হয় জাতীয় সঙ্গীত।
এর মধ্যে সমাবেশস্থল ও আশপাশের এলাকা সমর্থকদের অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। সমাবেশের নির্ধারিত অংশের বাইরে দক্ষিণ প্লাজার সামনের অংশে খামারবাড়ি পর্যন্ত প্রায় পুরো সড়কেই অবস্থান রয়েছে মানুষের।
এর আগে জুমার নামাজের পর থেকেই ছোট ছোট মিছিল নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে জড়ো হতে দেখা যায় ছাত্র-জনতাকে। এ সময় মঞ্চের মাইক থেকে ঘোষণা দেওয়া হচ্ছিল- কোন কোন এলাকা থেকে কার নেতৃত্বে মিছিল আসছে।
বগুড়া থেকে আসা রায়হান নামে একজন বলেন, “আমার অনেকেই এসেছি এই মুহূর্তের সাক্ষী হতে। নতুন এই দলের হাত ধরে বাংলাদেশে নতুন রাজনৈতিক ইতিহাস রচিত হবে বলে আশা করছি।
“দেশের সংস্কারের প্রত্যাশা নিয়ে যে গণঅভ্যুত্থান হয়েছে, সেটার বাস্তবায়নে আজকে কী ঘোষণা আসে- সেটিই এখন দেখার বিষয়। নতুন এই দলের মাধ্যমে অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হবে বলে আমি বিশ্বাস করি।"
ঢাকার কল্যাণপুর থেকে আসা ষাটোর্ধ্ব এস এম আনোয়ারুল ইসলাম বলেন, “কয়দিন ধরেই শুনতেছি নতুন এই দল গঠন হবে, কারা কারা নেতৃত্বে আসছে- দেখছিলাম। আজ সামনে থেকে দেখতে আসলাম।
“এই বয়সে সব রাজনৈতিক দলকেইতো দেখলাম, তরুণ প্রজন্ম এগিয়ে এসেছে। আশা করছি, এই দলেন উদ্যমী তরুণরা দেশ গঠন করতে ভূমিকা রাখবে।”
সহযোদ্ধাদের অনুপ্রেরণা দিতে অনুষ্ঠানস্থলে এসেছেন আন্দোলনে আহতরা। গত ৪ অগাস্টে ইব্রাহিমপুরে আহত হয়েছিলেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আহমেদ।
তিনি বলেন, “দেশের দুর্নীতিগুলো যেন দূর করা হয়, ইদানীং দেশে ছিনতাই-সন্ত্রাস বেড়েছে- তারা যেন এগুলো নিয়ন্ত্রণ করতে পারে, এই প্রত্যাশা নতুন দলের প্রতি।"
ভোলা থেকে গুলশানে এসে ৫ অগাস্ট আহত হন শাকিল হোসেন। নতুন দলের মঞ্চের পাশে আসেন স্ট্রেচারে ভর করে।
শাকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখানে নতুন দলকে উৎসাহ দিতে এসেছি। বিগত সকল অনৈতিক ব্যবস্থা বিলুপ্ত হোক।”
'ব্যাপক জমায়েতের' লক্ষ্য ধরে এই আয়োজনের নিরাপত্তায় দায়িত্ব পালন করতে দেখা গেছে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা সদস্যদের।
সড়কের ওপর মঞ্চ তৈরি করায় মিরপুর সড়কের আড়ং থেকে খামারবাড়িমুখী রাস্তা বন্ধ রয়েছে। বেলা ৩টার পর থেকে অপরপাশে খামারবাড়ি থেকে আড়ংমুখী সড়কেও যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এজন্য 'সাময়িক অসুবিধার' জন্য এনসিপি'র পক্ষ থেকে 'দুঃখ প্রকাশ' করে বিবৃতি দেওয়া হয়।
দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলটির নেতা কর্মীদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহতরা অংশ নিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নিয়েছেন।