সবাই ভালো আছি: বিমানের জরুরি অবতরণের পর নেইমার
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jun 2022 05:11 PM BdST Updated: 22 Jun 2022 05:11 PM BdST
যান্ত্রিক ত্রুটির কারণে নেইমারের বিমানের জরুরি অবতরণের খবরে ফুটবল অঙ্গনে ছড়িয়ে পড়েছিল আতঙ্ক। সে সময় পিএসজি ফরোয়ার্ডের সঙ্গে ছিলেন তার বোন ও বান্ধবী। ঘটনাটি ভয়ের সঞ্চার করলেও সবাই সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন নেইমার।
বান্ধবী ব্রুনো বিয়ানকার্দি ও বোন রাফায়েলা সান্তোসকে নিয়ে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাতে গিয়েছিলেন নেইমার। সোমবার পর্যন্ত সেখানেই ছিলেন তারা। ওই দিনই ইনস্টাগ্রাম স্টোরিতে বিমান থেকে লাস ভেগাসের একটি ছবি পোস্ট করেন তিনি। সেখান থেকে ফেরার পথেই মঙ্গলবার সকালে নেইমারের ব্যক্তিগত বিমানটি ব্রাজিলের উত্তরাঞ্চলীয় শহর বোয়া ভিস্তায় জরুরি অবতরণ করে।
মেইমার স্পোর্ট ই মার্কেটিং প্রতিষ্ঠানের ২০০৮ সালে নির্মিত সেসনা ৬৮০ সাইটেশন মডেলের বিমানটি লাস ভেগাস থেকে ব্রাজিলের রাজধানী সাও পাওলোতে যাচ্ছিল।
নেইমার লাস ভেগাস ছেড়েছিলেন সোমবার বিকেলে। তার বিমানটি ব্রাজিলে যাওয়ার আগে দুটি জায়গায় থেমেছিল। ফ্লোরিডা ও বার্বাডোজ হয়ে ব্রাজিলের দিকে যাত্রা করে বিমানটি।
স্থানীয় সময় মঙ্গলবারই পরে নেইমারের এজেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানের উইন্ডশিল্ড ওয়াইপারে কিছুটা সমস্যা দেখা দেওয়ায় সতর্কতার অংশ হিসেবে জরুরি অবতরনের সিদ্ধান্ত নেন পাইলট। নেইমারের সঙ্গে তার বোন ও বান্ধবীও এ সময় বিমানে ছিলেন বলে বিবৃতিতে জানানো হয়।
পরে নেইমারও ইনস্টাগ্রামে ভিডিও বার্তায় জানান, তারা সবাই সুস্থ আছেন।
“আপনাদের সব বার্তার জন্য ধন্যবাদ এবং সবকিছু ঠিক আছে। আমরা ইতোমধ্যে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছি। মাঝের ঘটনাটা ছোট্ট একটা ভয়ের, তেমন কিছু নয়। সবাই ভালো আছি এবং একত্রে আছি।”
-
লেভানদোভস্কির ভবিষ্যৎ নিয়ে ‘চুপ’ মানে
-
ইউভেন্তুস থেকে আতলেতিকোয় ফিরলেন মোরাতা
-
‘আমি ফিরে এসেছি’, ইন্টারে ফিরে উচ্ছ্বসিত লুকাকু
-
ছুটছেন জোকোভিচ, রাডুকানুর বিদায়
-
টিভিতে আজ
-
‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
-
সমান পয়েন্টে সেরি আ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে প্লে-অফে
-
পিএসজি ছাড়লে নেইমারের চেলসিতে আসা উচিত: সিলভা
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- পাহাড়ে সশস্ত্র দল; এই ‘বম পার্টি’ কারা?