ইউক্রেইনের মানুষদের জন্য খেলবে লিভারপুল: ক্লপ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 May 2022 03:48 PM BdST Updated: 28 May 2022 03:48 PM BdST
রাশিয়ার আগ্রাসনে আজ বিপর্যস্ত ইউক্রেইন। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে নামার আগে যুদ্ধ-বিদ্ধস্ত দেশটির মানুষদের কষ্টের কথা স্বরণ করলেন ইয়ুর্গেন ক্লপ। আসছে ইউরোপ সেরার লড়াইটি ইউক্রেইনের মানুষদের উদ্দেশ্যে উৎসর্গ করলেন লিভারপুল কোচ।
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে শনিবার রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে লিভারপুর। ফ্রান্সের প্যারিসে জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
এবারের ফাইনালের মূল ভেন্যু ছিল রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গ। কিন্তু দেশটি ইউক্রেইনে আক্রমণ করার পর সেখান থেকে ম্যাচটি প্যারিসে সরিয়ে নেওয়া হয়।
শুক্রবার সংবাদ সম্মেলনে ক্লপ ইউক্রেইনের মানুষদের প্রতি নিজেদের সমর্থনের কথা জানান।
“আমি খুশি যে ম্যাচটি হাজারো কারণে এখানে হচ্ছে। যুদ্ধ এখনও চলছে এবং আমাদের এ নিয়ে ভাবতে হবে।”
সেন্ট পিটার্সবুর্গ থেকে ফাইনাল সরিয়ে নেওয়াটা রাশিয়ার জন্য সঠিক বার্তা বলে মনে করেন ক্লপ।
“আমরা ফাইনাল ম্যাচটি ইউক্রেইনের মানুষদের জন্য খেলব। আমি নিশ্চিত, ইউক্রেইনের কিছু মানুষ ম্যাচটি দেখতে পারবে এবং আমরা তাদের জন্য খেলব, শতভাগ।”
চলতি মৌসুমে লিগ কাপ ও এফএ কাপ ঘরে তোলার পর চ্যাম্পিয়ন্স লিগ জিতে ট্রেবল জয়ের স্বপ্ন পূরণ করতে চায় লিভারপুল। অন্যদিকে, লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সামনে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ শিরোপার রেকর্ডটা আরো বাড়িয়ে নেওয়ার পালা।
২০১৮ সালে লিভারপুলকে হারিয়েই এই প্রতিযোগিতায় নিজেদের ১৩ শিরোপার সবশেষটি জিতেছিল রিয়াল। আর লিভারপুল তাদের ৬ শিরোপার সবশেষটি জিতেছে ২০১৯ সালে।
-
নতুন চুক্তি করে আরও সাফল্যের আশায় সালাহ
-
টেনিসে নতুন রেকর্ড গড়লেন ইসনার
-
ইন্টারে যোগ দিয়ে ক্যামেরুনের গোলরক্ষক ওনানার ‘স্বপ্নপূরণ’
-
দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়তে যাচ্ছে উইমেন’স ইউরো
-
আমরা এখন ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি: মালদিনি
-
আর্মিনিয়ার গোলরক্ষক ওর্টেগাকে দলে টানল সিটি
-
অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
-
এভারটন থেকে টটেনহ্যামে রিশার্লিসন
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
- অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে