রেফারিংয়ের উন্নতির চেষ্টা করছি: সালাউদ্দিন
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Feb 2022 07:49 PM BdST Updated: 20 Feb 2022 07:49 PM BdST
-
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন
প্রায়ই রেফারিং নিয়ে প্রশ্ন ওঠে। কিছুদিন আগে অভিযোগ করেছিল সাইফ স্পোর্টিং। সবশেষ বসুন্ধরা কিংস-পুলিশ এফসি ম্যাচের রেফারিং জন্ম দিয়েছে বিতর্কের। এই ইস্যু নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন সমালোচনা করলেন রেফারিদের।
রেফারিংয়ে উন্নতির চেষ্টা চলছে বলেও জানালেন সাবেক এই তারকা ফুটবলার।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রোববার শুরু হয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ। দলগুলোর প্রিমিয়ার লিগে ওঠার এই প্রতিযোগিতার উদ্বোধনী দিনে মাঠে এসে রেফারিং নিয়ে কথা বলেন সালাউদ্দিন। বিদেশ থেকে রেফারি এনে খেলা পরিচালনা করার বিষয়টি ভাবনায় আছে বলে জানালেন তিনি। স্থানীয় রেফারিদের ‘পরিপক্কতা’ নিয়েও প্রশ্ন তুলেছেন বাফুফে সভাপতি।
“রেফারিদেরকে নিয়মিত ব্রিফ দেওয়া এবং তাদেরকে বোঝানো হচ্ছে কীভাবে আরও ভালো করা যায়। কিছু বিদেশি রেফারি আনতে পারি কিনা, সেটা নিয়ে কাজ চলছে। চ্যাম্পিয়ন আর রেলিগেশন ম্যাচে তাদেরকে ব্যবহার করতে পারি কিনা দেখা যাক। তবে কোভিড এখন বড় সমস্যা। পৃথিবী এখন ভিন্ন রকম (করোনাভাইরাসের কারণে), এছাড়া আর্থিক বিষয় আছে। অফিস কাজ করছে। দেখা যাক কত দূর আগায়।”
“(রেফরিদের জন্য) আমার মন্ত্যবটা সুখকর হবে না। আমি মনে করি ধারাবাহিকতা নেই। তাদের এখনও যথেষ্ট ম্যাচুরিটি নেই। তাদের বিপক্ষেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের সঙ্গে বসছি, রেফারিংয়ে মান ভালো করার এটাও একটা প্রক্রিয়া।”
লিগে গত বৃহস্পতিবার কিংস-পুলিশ ম্যাচের ৭৫তম মিনিটে সতীর্থের ব্যাকপাস নিয়ন্ত্রণে নিতে পারেননি দানিলো অগাস্তো। একই সময়ে বক্সে ছুটে যান কিংসের মাহাদী ইউসুফ খানও। বল নিয়ন্ত্রণের লড়াইয়ে অগাস্তোর হালকা স্পর্শে পড়ে যান তিনি; পেনাল্টি দেন রেফারি আনিসুর রহমান সাগর। পুলিশের খেলোয়াড়রা সিদ্ধান্তে অসন্তোষ জানালেও সিদ্ধান্ত বদলায়নি। রেফারিং নিয়ে সালাউদ্দিন নিজেও কিছুটা বিব্রত।
“এ ম্যাচে পুলিশের বিপক্ষে কিছু সিদ্ধান্ত গেছে সেটা ভিডিওতে দেখেছি। আমি দেখেছি, সাম্প্রতিক সময়ে সাইফের বিপক্ষে কিছু ভুল সিদ্ধান্ত যাচ্ছে। সেগুলা নিয়ে রেফারিদের আরো সতর্ক হতে বলেছি। হেড অফ রেফারির সঙ্গে গত কাল তিন ঘন্টার আলোচনা করেছি। আজও এই ম্যাচের আগে আধা ঘণ্টা আলোচনা করেছি। তার সাথে তর্কা-তর্কি হয়েছে।”
“(চ্যাম্পিয়নশিপ লিগের) আজকের ম্যাচের প্রথমার্ধের পর বিভিন্ন বিষয় নিয়ে রেফারিদের সঙ্গে কথা হয়েছে; তারা তাদের লজিক দিচ্ছে। আমি আমার লজিক দিচ্ছি। আমরা এটা সমাধানের চেষ্টা করছি। দেশের ফুটবলের ভালোর জন্য আমরা এটা সমাধান করতে চাচ্ছি। এতে আমাদের ফুটবলের উন্নতি হবে। আমাকে নিয়ে কী বলা হলো, সেটা বিষয় নয়। কেননা, আমার চেয়ে ফুটবল বড়।”
সাম্প্রতিক সময়ে দেশের ফুটবলে আলোচিত ঘটনা রেফারিকে নাকি লাথি দিয়েছেন জামাল ভূইয়া। বিষয়টি এখন ফরসেনিক তদন্তে গেছে। রেফারিদের কাছ থেকে রিপোর্টে আরও বিস্তারিত তথ্য চান সালাউদ্দিন।
“মাঠের বাইরের ম্যাচ কমিশনার যদি আমাকে রিপোর্ট না দেয় তবে আমি জানবো কিভাবে? মাঠে কে কাকে কি করল, কি বলল, সেটার রিপোর্ট দিতে হবে। যদি এগুলো রেফারি, ম্যাচ কমিশনাররা করেন, তাহলে আমি মুভ করতে পারি।”
-
নেদারল্যান্ডসের মালাসিয়াকে দলে টানল ইউনাইটেড
-
ফ্রি ট্রান্সফারে এসি মিলানে ওরিগি
-
এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
-
পিএসজির নতুন কোচ গালতিয়ে
-
ভাঙল পিএসজি-পচেত্তিনো জুটি
-
ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের আরেক ফুটবলার গ্রেপ্তার
-
সাবেক টটেনহ্যাম কোচ নুনো এবার সৌদি ক্লাবের দায়িত্বে
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’
- ‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন