তুরস্ককে হারিয়ে অপেক্ষায় সুইজারল্যান্ড
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jun 2021 12:04 AM BdST Updated: 21 Jun 2021 12:53 AM BdST
গ্রুপের শীর্ষ দুইয়ে থেকে পরের রাউন্ডে যেতে শুধু জিতলেই হতো না সুইজারল্যান্ডের, নির্ভর করতে হতো অন্য ম্যাচের ওপর। নিজেদের কাজটা সারলেও দ্বিতীয় চাওয়া পূরণ হয়নি তাদের। তাই দাপুটে পারফরম্যান্সে তুরস্ককে উড়িয়ে দিলেও অপেক্ষাতেই থাকতে হচ্ছে সুইসদের।
Related Stories
বাকু অলিম্পিক স্টেডিয়ামে রোববার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপের ম্যাচে ৩-১ গোলে জিতেছে সুইজারল্যান্ড। একই সময়ে গ্রুপের অন্য ম্যাচে ইতালির কাছে ১-০ গোলে হেরেও দ্বিতীয় হয়ে শেষ ষোলোয় উঠেছে ওয়েলস।
সুইজারল্যান্ডের আশা এখন ছয় গ্রুপের তৃতীয় হওয়া সেরা চার দলের একটি হয়ে পরের রাউন্ডে যাওয়ার।
তিন ম্যাচে শতভাগ জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের সেরা হয়েছে ইতালি। ওয়েলস ও সুইজারল্যান্ডের পয়েন্ট সমান ৪ করে, গোল পার্থক্যে এগিয়ে ওয়েলস। আসর থেকে বিদায় নেওয়া তুরস্কের পয়েন্ট শূন্য।

ম্যাচে গোলের উদ্দেশে সুইসদের ২৩ শটের মধ্যে লক্ষ্যে ছিল ১০টি। বিপরীতে তুরস্কের ১৯ শটের ৬টি লক্ষ্যে ছিল। দুই গোলরক্ষকই দারুণ কিছু সেভ করেন।
আক্রমণ-পাল্টা আক্রমণে শুরু থেকে জমে ওঠে ম্যাচ। চতুর্থ মিনিটে প্রথম সুযোগটি পায় তুরস্ক। ডি-বক্সের বাইরে থেকে কান আইহানের জোরালো শট দারুণ দক্ষতায় ফেরান সুইস গোলরক্ষক ইয়ান সামের।
ষষ্ঠ মিনিটে প্রথম আক্রমণ থেকেই এগিয়ে যায় সুইজারল্যান্ড। ডি-বক্সের বাইরে থেকে সেফেরোভিচের বাঁ পায়ের নিচু শট এক ডিফেন্ডারের দুই পায়ের ফাঁক দিয়ে জালে জড়ায়।
ষোড়শ মিনিটে আরেকটি সুযোগ পায় তুরস্ক, আবারও সুইজারল্যান্ডের ত্রাতা সামের। কাছ থেকে মের্ত মুলদুরের প্রচেষ্টা ঠেকিয়ে দেন তিনি।

দুই মিনিট পর ব্যবধান আরও বাড়ানোর দারুণ একটি সুযোগ পান সাচিরি। বল নিয়ে খানিকটা এগিয়ে ডি-বক্সে ঢুকে ওয়ান-অন-ওয়ানে তার নেওয়া শট পা দিয়ে ফেরান গোলরক্ষক।
৩৩তম মিনিটে আরেকটি দুর্দান্ত সেভে জাল অক্ষত রাখেন সামের। প্রায় ২৫ গজ দূর থেকে মুলদুরের জোরালো শট ডান দিকে ঝাঁপিয়ে ঠেকান তিনি। বিরতির পর এই ডিফেন্ডারের আরেকটি প্রচেষ্টা রুখে দেন ৩২ বছর বয়সী গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে দারুণ সেভে ব্যবধান বাড়তে দেননি চাকির। সুইস স্ট্রাইকার ব্রিল এমবোলোর শট লাফিয়ে ক্রসবারের ওপর দিয়ে বল পাঠান। একটু পর সেফেরোভিচে নিচু শটও ফেরান তিনি।

পাঁচ মিনিট পরই অবশ্য ব্যবধান আবার বাড়িয়ে নেয় সুইজারল্যান্ড। স্টিভেন সুবারের পাস ডি-বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় বাঁ পায়ের শট নিজের দ্বিতীয় গোলটি করেন সাচিরি। প্রথম দুই গোলেও সহায়তা করেন সুবার।
ওয়েলসের চেয়ে এগিয়ে যেতে তখনও সুইজারল্যান্ডের প্রয়োজন ছিল ২ গোল। শেষ পর্যন্ত আর জালের দেখা মেলেনি। ৭৬তম মিনিটে গ্রানিত জাকার ফ্রি কিক পোস্টে লাগে।
-
লিগে হেরে চ্যাম্পিয়ন্স লিগের আকাঙ্ক্ষা বেড়ে গেছে লিভারপুলের
-
এশিয়া কাপ হকি: ভালো শুরুর পর বড় হার বাংলাদেশের
-
স্বপ্নের মৌসুমে বেনজেমার হাতে ‘পিচিচি ট্রফি’
-
কাম্প নউয়ে হেরে মৌসুম শেষ বার্সেলোনার
-
টিভিতে আজ
-
চ্যাম্পিয়ন হয়ে গুয়ার্দিওলা বললেন ‘আমরা কিংবদন্তি’
-
শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
-
১১ বছর পর সেরি আ চ্যাম্পিয়ন এসি মিলান
সর্বাধিক পঠিত
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে মুশফিক-লিটনের রেকর্ড জুটি
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
- দণ্ড নিয়ে হাজি সেলিম কারাগারে, এমপি পদের কী হবে?
- মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
- ‘মুজিব’ চলচ্চিত্রের বাজেট ৮৩ কোটি টাকা: বিএফডিসি
- আফগানিস্তানকে ১ কোটি টাকা সহায়তা দিচ্ছে বাংলাদেশ