মাঠে লুটিয়ে পড়লেন এরিকসেন, ম্যাচ পরিত্যক্ত
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jun 2021 11:12 PM BdST Updated: 13 Jun 2021 04:02 AM BdST
ফিনল্যান্ডের বিপক্ষে ডেনমার্কের ম্যাচ চলাকালীন হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন ক্রিস্তিয়ান এরিকসেন। বেশ কিছুক্ষণ ধরে চিকিৎসা চলার পরও পরিস্থিতির দৃশ্যগত তেমন উন্নতি হয়নি। বিরতির আগেই একে একে সবাই মাঠ ছেড়ে যান। পরিত্যক্ত হয়েছে ম্যাচ। হাসপাতালে নেওয়া হয়েছে এরিকসেনকে।
কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে শনিবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপে ম্যাচের ৪৩তম মিনিটে ঘটনাটি ঘটে। হাঁটতে হাঁটতে পড়ে যান এরিকসেন।
ছুটে যান দুই দলের খেলোয়াড়রা। হাত ইশারায় তারা মেডিকেল স্টাফদের ডাক দেন। মাঠেই শুরু হয় চিকিৎসা। দেওয়া হয় সিপিআর। এতে ধারণা করা হচ্ছে, হার্টের সমস্যায় ভুগছেন ২৯ বছর বয়সী এই মিডফিল্ডার।
সতীর্থ মার্টিন ব্রাথওয়েটকে দেখা যাচ্ছিল প্রার্থনা করতে। হাত কামড়াচ্ছিলেন ডেনিশ গোলরক্ষক কাসপের মাইকেল। তাদের চোখে ছিল জল। গ্যালারিতে অনেক দর্শক তখন কাঁদছিলেন।
এরিকসেনের কী হয়েছে, আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। একে একে সব খেলোয়াড় ও কোচ, ম্যাচ কর্মকর্তারা মাঠ ছেড়ে যান। দু পাশে কাপড় দিয়ে ঘিরে মাঝে স্ট্রেচারে এরিকসেনকে বাইরে নিয়ে যাওয়া হয়।
এর একটু পরই উয়েফার টুইটার পেজে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। ম্যাচটি তখন ছিল গোলশূন্য সমতায়।
পরে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা জানায়, হাসপাতালে নেওয়া হয়েছে এরিকসেনকে। তার অবস্থা এখন স্থিতিশীল।
ডেনিশ ফুটবল অ্যাসোসিয়েশন তাদের টুইটার পেজে একটু পর জানায়, এরিকসেন সজাগ আছেন। আরও কিছু পরীক্ষা করানো হবে।
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ