সেরি আ জিতিয়ে ইন্টার ছাড়লেন কন্তে

১১ বছর পর সেরি আ শিরোপা জিতলেও ঠিক স্বস্তিতে নেই ইন্টার মিলান। আর্থিক সঙ্কটে বেশ কঠিন সময় পার করছে ইতালিয়ান দলটি। এর মধ্যেই শিরোপাজয়ী কোচকে হারাল ইন্টার। দুই পক্ষের সমঝোতায় চুক্তির মেয়াদ শেষের এক বছর আগে বিদায় নিলেন আন্তোনিও কন্তে।  

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2021, 06:25 PM
Updated : 26 May 2021, 06:25 PM

কয়েক মাস ধরেই তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা চলছিল ইতালিয়ান ফুটবলে। সেটাই শেষ পর্যন্ত সত্যি হলো। এক বিবৃতিতে বুধবার ইতালিয়ান চ্যাম্পিয়নরা ৫১ বছর বয়সী এই কোচের সরে যাওয়ার কথা নিশ্চিত করে।

ইতালিয়ান গণমাধ্যমের খবর, চাইনিজ মালিক প্রতিষ্ঠান সুনিং আর্থিক চাপ কাটাতে খরচ কমানোর এবং গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে বিক্রির কথা ভাবছে। এর মধ্যেই এলো কোচের বিদায়ের খবর।

গত ফেব্রুয়ারিতে সুনিংয়ের মালিকানাধীন আরেকটি ক্লাব জিয়াংসু এফসি তাদের প্রথম চাইনিজ সুপার লিগ শিরোপা জেতার মাত্র তিন মাসের মাথায় বিলুপ্ত হয়ে যায়।

সেরি আয় ইউভেন্তুসের আধিপত্যের অবসান ঘটানো কন্তে দুই বছর কাজ করেছেন ইন্টারের কোচ হিসেবে। তার বিদায়ের নির্দিষ্ট কোনো কারণের কথা বলা হয়নি বিবৃতিতে।