দেম্বেলের জন্য মধুর সমস্যায় বার্সা কোচ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Dec 2020 05:36 PM BdST Updated: 03 Dec 2020 07:39 PM BdST
বাজে সময় পেছনে ফেলার আভাস দিয়ে ঘুরে দাঁড়িয়েছেন অঁতোয়ান গ্রিজমান। শুরুর একাদশে ফেরার পর থেকে যেন উড়ছেন মার্টিন ব্রাথওয়েট। চোট থেকে সেরে ওঠা উসমান দেম্বেলেও খেলছেন দুর্দান্ত। কাকে রেখে কাকে খেলাবেন, যেন ভেবে পাচ্ছেন না বার্সেলোনা কোচ রোনাল্ড কুমান।
চ্যাম্পিয়ন্স লিগে বুধবার ফেরেন্সভারোসের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে আলো ছড়ান দেম্বেলে। পেনাল্টি থেকে জালের দেখা পাওয়া এই ফরোয়ার্ডের অবদান আছে অন্য দুই গোলেও। বাঁ দিক থেকে হাঙ্গেরির দলটিকে দারুণ ভুগিয়েছেন তিনি। আক্রমণের নেতৃত্বে তো ছিলেনই, শেষ দিকে দলকেও নেতৃত্ব দিয়েছেন দেম্বেলে। ম্যাচ শেষে তাকে প্রশংসায় ভাসান কুমান।
“অনেক উঁচু মান নিয়ে সে অসাধারণ একজন খেলোয়াড়। দেম্বেলে গতিময় একজন ফুটবলার। ব্যবহার করে দুই পা এবং খুব কার্যকর। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, সে শারীরিকভাবে খুব ভালো আছে, ভালো অনুশীল করছে।”
“যখন তার মতো কেউ খুব ভালো খেলে তখন দলের আক্রমণভাগ সাজানো খুব কঠিন হয়ে যায়। আমাদের আক্রমণভাগে জায়গা পেতে প্রবল প্রতিযোগিতার মুখে পড়তে হয়। এই ম্যাচে খেলা তিনজনই নয়, আরও অনেকেই আছে দলে।”

এরপর থেকে দেখা যাচ্ছে নতুন এক গ্রিজমানকে। শরীরী ভাষায় এসেছে পরিবর্তন। গোল পাচ্ছেন নিয়মিত। সতীর্থদের গোলে অবদান রাখছেন। বার্সেলোনায় খেলাটা উপভোগ করছেন।
যখন গোল পাচ্ছিলেন না গ্রিজমান তখনও তার উপর আস্থা ছিল কুমানের। স্বাভাবিকভাবেই এখন তা আরও বেড়েছে। শিষ্যের প্রশংসার সঙ্গে ভালদানোকে দেওয়া সাক্ষাৎকার নিয়ে রসিকতাও করলেন বার্সেলোনা কোচ।
“হোর্হে ভালদানোর প্রতি সপ্তাহে এসে তার ইন্টারভিউ নেওয়া উচিত। একজন খেলোয়াড়ের জন্য সব সময় আত্মবিশ্বাস খুব গুরুত্বপূর্ণ। দলের জন্য আরও কার্যকর হওয়ার জন্য এবং নিজের খেলার উন্নতির জন্য সে সব সময় কঠোর পরিশ্রম করে।”
“এখন বলও জালে যাচ্ছে। নিজের সামর্থ্যে তার যথেষ্ট আস্থা আছে। আশা করি, এটা সে ধরে রাখবে।”
-
শিয়াওতেকের ৩৭ ম্যাচের রেকর্ড যাত্রা থামালেন কহনে
-
চলে গেলেন গোলকিপিং গ্রেট ও ক্রিকেটার গোরাম
-
‘বাংলাদেশ-ইরাক ম্যাচ বাস্তবায়নযোগ্য কিনা ভাবতে হবে’
-
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফের সভাপতি সালাউদ্দিন
-
কিংসকে রুখে দিল মোহামেডান
-
ইউনাইটেড থেকে ফরেস্টে হেন্ডারসন
-
রোমা থেকে ইন্টারে মিখিতারিয়ান
-
সাবেক ডাচ ফুটবল কর্মকর্তাদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ
সর্বাধিক পঠিত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- মুকুল বোস মারা গেছেন
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ