ফাইনালে হারের পর ৪ দিন কথা বলেননি লুকাকু!
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Sep 2020 08:46 PM BdST Updated: 24 Sep 2020 08:46 PM BdST
ইউরোপা লিগের ফাইনালে সেভিয়ার বিপক্ষে হারের পর ভীষণ ভেঙে পড়েছিলেন রোমেলু লুকাকু। সেই ম্যাচের পর নাকি চার দিন কথা বলেননি তিনি। তবে হার থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চান ইন্টার মিলানের এই বেলজিয়ান ফরোয়ার্ড।
গত মাসে ইউরোপীয় ক্লাব ফুটবলে দ্বিতীয় সেরা প্রতিযোগিতার ফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ে ৩-২ গোলে জিতে নিজেদের ষষ্ঠ শিরোপা জেতে সেভিয়া।
ইউরোপীয় প্রতিযোগিতায় এক দশকের শিরোপা খরা কাটানোর লক্ষ্যে পঞ্চম মিনিটে লুকাকুর পেনাল্টি গোলে এগিয়ে গিয়েছিল ইন্টার মিলান। শুরুর নায়ক লুকাকু শেষ পর্যন্ত হয়ে যান খলনায়ক। দ্বিতীয়ার্ধে করে বসেন আত্মঘাতী গোল। তার পায়ে লেগে দিয়েগো কার্লোসের বাইসাইকেল কিক জড়ায় জালে। সেভিয়া এগিয়ে যায় ৩-২ গোলে।
ইতালিয়ান পত্রিকা লা গাজেত্তা দেল্লো স্পোর্তকে বৃহস্পতিবার লুকাকু জানালেন, সেই হারের পর কতটা কঠিন সময় পার করেছেন তিনি।
“এটি আমার জন্য খুব কঠিন মুহূর্ত ছিল। আমি চার দিন কথা বলিনি।”
“একদিন আমি ঘুম থেকে উঠলাম এবং নিজেকে বোঝালাম। আপনি হারতে পারেন, তবে কীভাবে জিতবেন, তা শিখতে হবে।”
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- ‘এভারটনের ইতিহাসে এটা বিশেষ রাত’
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি