বার্সা ছেড়ে আতলেতিকোয় সুয়ারেস
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Sep 2020 03:54 PM BdST Updated: 25 Sep 2020 01:40 AM BdST
-
ছবি: বার্সেলোনা
বার্সেলোনার সঙ্গে ছয় বছরের সম্পর্ক শেষ হলো লুইস সুয়ারেসের। কয়েক দিন ধরে চলা গুঞ্জন সত্যি করে কাম্প নউ ছেড়ে লিগ প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদে যোগ দিয়েছেন উরুগুয়ের এই ফরোয়ার্ড।
এক বিবৃতিতে বুধবার বার্সেলোনা জানিয়েছে, ৩৩ বছর বয়সী এই তারকার জন্য বোনাস হিসেবে তাদেরকে ৬০ লাখ ইউরো দেবে আতলেতিকো।
কাতালান দলটির সঙ্গে আরও এক বছরের চুক্তি ছিল তাদের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ (১৯৮) গোলদাতা সুয়ারেসের।
আতলেতিকোয় আলভারো মোরাতার জায়গায় যোগ দিলেন সুয়ারেস। আগের দিন স্প্যানিশ ফরোয়ার্ড মোরাতাকে ধারে দলে টানার ঘোষণা দেয় ইউভেন্তুস।
২০১৪ সালে লিভারপুল থেকে বার্সেলোনায় যোগ দিয়ে ক্লাবটির হয়ে একটি চ্যাম্পিয়ন্স লিগ, চারটি করে লা লিগা ও কোপা দেল রে শিরোপা জিতেছেন সুয়ারেস।
গত এক যুগে প্রথমবারের মতো ট্রফিশূন্য মৌসুম শেষ করার পর দল পুনর্গঠনের ঘোষণা দেয় বার্সেলোনা। নতুন কোচ রোনাল্ড কুমান জানিয়ে দেন, তার পরিকল্পনায় নেই সুয়ারেস। চলতি দলবদলে এর আগে কাম্প নউ ছেড়ে গেছেন দুই মিডফিল্ডার ইভান রাকিতিচ ও আর্তুরো ভিদাল এবং রাইট-ব্যাক নেলসন সেমেদো।
চোটের সঙ্গে লড়াই করে গত লিগে ২২ ম্যাচে শুরুর একাদশে থাকা সুয়ারেস করেন আসরের চতুর্থ সর্বোচ্চ ১৬ গোল। ১২ গোল নিয়ে আতলেতিকোর সর্বোচ্চ গোলদাতা ছিলেন মোরাতা।
সাম্প্রতিক বছরগুলোতে এই দুই ক্লাবের মধ্যে লেনদেন হওয়া তৃতীয় খেলোয়াড় হলেন সুয়ারেস। ২০১৩ সালে ফরোয়ার্ড দাভিদ ভিয়াকে আতলেতিকোর কাছে বেচেছিল বার্সেলোনা। আর গত বছর আতলেতিকো থেকে বার্সেলোনা দলে টানে ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজমানকে।
২০১৩-১৪ আসরে আতলেতিকোর লা লিগা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন ভিয়া। করেছিলেন ১৩ গোল। ১২ কোটি ইউরো মূল্যের গ্রিজমান অবশ্য নতুন ঠিকানায় এখনও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেনি।
-
সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
-
কাবরেরা প্রতিশ্রুতিতে ‘ফ্যান্টাস্টিক’ কিছু নেই
-
রিয়ালের সঙ্গে হিসাব চুকাতে চান সালাহ
-
বড় ব্যবধানে হেরে বাংলাদেশের সেমি-ফাইনালের আশা শেষ
-
৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
-
পরের মৌসুমে লিভারপুলেই থাকছি: সালাহ
-
টিভিতে আজ
-
নাদালের রেকর্ড ছোঁয়ার অভিযানে জোকোভিচের আরেক জয়
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- দেখিয়ে দিতে চান আজার
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- বিএমডব্লিউ, মার্সিডিজসহ ১০৮ গাড়ি নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস