Published : 22 Sep 2020, 12:37 AM
রোমের ফাইনালে সোমবার ৭-৫, ৬-৩ গেমে জেতেন ৩৩ বছর বয়সী জোকোভিচ। ইতালিয়ান ওপেনে এটি তার পঞ্চম এবং ৩৬তম এটিপি মাস্টার্স শিরোপা।
গত মাসে ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ওপেনের শিরোপা জিতে নাদালের আগের রেকর্ড স্পর্শ করেছিলেন তিনি। এবার ছাড়িয়ে গেলেন স্প্যানিশ তারকাকে। ২৮টি এটিপি মাস্টার্স শিরোপা জিতে তালিকায় তিন নম্বরে আছেন সুইস তারকা রজার ফেদেরার।
মেজাজ হারিয়ে লাইন জাজের গায়ে বল মেরে ইউএস ওপেন থেকে ডিসকোয়ালিফাইড হওয়ার পর এটিই ছিল জোকোভিচের প্রথম টুর্নামেন্ট। শিরোপা জিতে আগামী রোববার প্যারিসে শুরু হতে যাওয়া ফরাসি ওপেনের প্রস্তুতি সারলেন দারুণভাবে।
সব মিলে এটি জোকোভিচের ক্যারিয়ারের ৮১তম এবং এই বছরে চতুর্থ শিরোপা।