রিয়াল থেকে ধারে টটেনহ্যামে বেল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Sep 2020 11:35 PM BdST Updated: 20 Sep 2020 12:19 AM BdST
-
ছবি: টটেনহ্যাম হটস্পার
গত কয়েক দিনে গণমাধ্যমে আসা খবরে সবকিছু অনেকটাই ছিল স্পষ্ট। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। রিয়াল মাদ্রিদ থেকে এক বছরের জন্য ধারে গ্যারেথ বেলকে দলে ফিরিয়েছে টটেনহ্যাম হটস্পার।
এক বিবৃতিতে শনিবার বিষয়টি নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। ব্রিটিশ মিডিয়ার খবর, ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে পেতে টটেনহ্যামকে বেতন ও ফি বাবদ গুনতে হচ্ছে দুই কোটি পাউন্ড।
২০১৩ সালে ওই সময়ের রেকর্ড ট্রান্সফার ফি সাড়ে আট কোটি পাউন্ডে টটেনহ্যাম হটস্পার থেকে রিয়ালে যোগ দিয়ে দলটির হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি লা লিগা, একটি কোপা দেল রে এবং তিনটি করে উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতেছেন বেল। দলটির সঙ্গে ২০২২ সাল পর্যন্ত চুক্তি রয়েছে তার।
তবে সান্তিয়াগো বের্নাবেউয়ে অধিকাংশ সময় চোট সমস্যায় ভুগেছেন বেল। সঙ্গে ছিল ফর্মের ওঠানামা। গত দুই মৌসুমেই মাঠে ছিলেন অনিয়মিত। নতুন মৌসুমে কোচ জিনেদিন জিদানের পরিকল্পনায় না থাকায় ওয়েলসের এই তারকা নিজেই চাইছিলেন সমাধান।
জিদানের কোচিংয়ের প্রথম মৌসুমে ২০১৬ সালে রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বেলের। পরের মৌসুমে চোটের কারণে বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। পরবর্তীতে দলে অনিয়মিত হয়ে পড়েন তিনি। এমনকি ২০১৮ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে জোড়া গোল করার পরও আস্থা অর্জন করতে পারেননি কোচের।
১৭ বছর বয়সে ২০০৭ সালে সাউথ্যাম্পটন থেকে ৫০ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে প্রথমবার টটেনহ্যামে যোগ দিয়েছিলেন বেল। দারুণ গতিময় ফুটবলে ধীরে ধীরে হয়ে ওঠেন দলের প্রাণভোমরা। তারকা বেশে পাড়ি জমান রিয়ালে। পারফরম্যান্সে ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় বের্নাবেউয়ে শুরুর জনপ্রিয়তা হারিয়েছেন অবশ্য আগেই; তবে দলটির বেশ কয়েকটি শিরোপা জয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা এখনও দারুণ প্রশংসনীয়।
ট্রান্সফার ফির বিচারে ইতিহাসে এখনও সবচেয়ে দামি ব্রিটিশ ফুটবলার বেল রিয়ালের হয়ে ১৭১ লিগ ম্যাচে করেছেন ৮০ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন ৪০টি।
সব প্রতিযোগিতা মিলে মাদ্রিদের দলটির হয়ে ১০০টির বেশি গোল করা বেলের সামনে এখন নতুন লড়াই। পুরনো ঠিকানায় নিজেকে পুরনো রূপে ফিরে পাওয়ার চ্যালেঞ্জ।
একই দিন রিয়াল থেকে পাঁচ বছরের চুক্তিতে স্প্যানিশ ডিফেন্ডার সের্হিও রেগিলনকে দলে টেনেছে টটেনহ্যাম।
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- টিভি সূচি (শুক্রবার, ২০ মে ২০২২)
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার পর করণীয়