করোনাভাইরাসে আক্রান্ত দিবালা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Mar 2020 12:49 AM BdST Updated: 22 Mar 2020 02:36 PM BdST
ইউভেন্তুসের আর্জেন্টাইন ফুটবলার পাওলো দিবালা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
একই সঙ্গে তার বান্ধবী ওরিয়ানাও কভিড-১৯ টেস্টে পজিটিভ এসেছেন বলে নিজেই শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন এই ফরোয়ার্ড।
“আমি আপনাদের জানাতে চাই যে আমি ও ওরিয়ানা দুজনেই কভিড-১৯ টেস্টে পজিটিভ রিপোর্ট পেয়েছি। সৌভাগ্যবশত আমরা ভালো অবস্থায় আছি। আপনাদের বার্তার জন্য ধন্যবাদ।”
এর আগে ইউভেন্তুসের আরও দুজন ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত হন, ব্লেইস মাতুইদি ও দানিয়েলে রুগানি।
ইউভেন্তুসের প্রথম খেলোয়াড় হিসেবে রুগানি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকেই দলটির সব খেলোয়াড় অন্যদের থেকে নিজেদের আলাদা করে রেখেছেন। এখনও তারা সেল্ফ আইসোলেশনে থাকবেন বলে ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে।
ইতালিয়ান লিগ সেরি আর আরেক ঐতিহ্যবাহী ক্লাব এসি মিলানের টেকনিক্যাল ডিরেক্টর ও সাবেক তারকা ডিফেন্ডার পাওলো মালদিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার ছেলে ও দলটির যুব দলের ফরোয়ার্ড দানিয়েলও কভিড-১৯ টেস্টে পজিটিভ বলে একই বিবৃতিতে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
-
উইম্বলডনকে জরিমানা
-
চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
-
কক্সবাজারে টেকনিক্যাল সেন্টারের জন্য জায়গা পেল বাফুফে
-
ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে
-
২ হাজার খুদে দাবাড়ু নিয়ে স্কুল দাবা
-
মুক্তিযোদ্ধা সংসদকে গোলে ভাসাল রহমতগঞ্জ
-
লিডস থেকে ম্যানসিটিতে ফিলিপস
সর্বাধিক পঠিত
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- বিমানের দুই বোয়িংয়ের আবার ঠোকাঠুকি
- উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ