ট্রফি চাই বসুন্ধরা ও মোহনবাগানের, বাকিদের লক্ষ্য সেরাটা খেলা
চট্টগ্রাম থেকে ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Oct 2019 09:33 PM BdST Updated: 18 Oct 2019 09:33 PM BdST
বাংলাদেশের ঘরোয়া ফুটবলের নতুন শক্তি বসুন্ধরা কিংস। কলকাতার ১৩০ বছরের পুরানো ক্লাব মোহনবাগান। দুটি দলই পাখির চোখ করেছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের শিরোপা। মালয়েশিয়ার টেরেঙ্গানু এফসি অত জোর দিয়ে বলছে না শিরোপা চাই-ই চাই। লাওসের দল ইয়াং এলিফ্যান্টস এফসিও নামের সঙ্গে মিলিয়ে ‘হাতি’ হয়ে উঠতে চাইছে না!
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে আগামী শনিবার শুরু হবে প্রতিযোগিতার তৃতীয় আসর। আট দলের এই আসর সামনে রেখে আগের দিনের সংবাদ সম্মেলনে হাজির হলেন ছয় দলের কোচ-অধিনায়ক। চেন্নাই সিটি এফসি তখনও এসে পৌঁছায়নি। শেষ মুহূর্তে আবাহনী লিমিটেড সরে দাঁড়ানোর নতুন দল কোনটি, সে বিষয়েও আয়োজকদের পক্ষ থেকে আসেনি কোনো আনুষ্ঠানিক ঘোষণা। গুঞ্জন অষ্টম দলটি হতে পারে গোকুলাম কেরালা।
২৪ ম্যাচে ২৩ জয় নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের অভিষেক আসরেই বাজিমাত করেছে বসুন্ধরা। গত মৌসুমে স্বাধীনতা কাপও জিতেছে। দলটির স্প্যানিশ কোচ অস্কার বুসনও এই টুর্নামেন্টকে নিচ্ছেন ‘সিরিয়াসলি’।
“কেউ কেউ বলছেন, এটা প্রীতি টুর্নামেন্ট কিন্তু এখানে যে দলগুলো খেলছে, তারা সবাই জিততে এসেছে। আমরা এখানে শিরোপা জয়ের জন্য লড়াই করতে এসেছি।”
“এটা সম্মানজনক একটা টুর্নামেন্ট। কাউকে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের এগিয়ে যেতে হবে। ভালো থেকে আরও ভালো করতে হবে।”
২০১৪-১৫ মৌসুমে ভারতের আই লিগের শিরোপা জেতা মোহনবাগানের গত মৌসুমটা ভালো যায়নি। পঞ্চম হয়েছে কলকাতার দলটি। তবে ইতিহাস, ঐতিহ্য আর সাফল্যে টুর্নামেন্টের বাকি দলগুলোর চেয়ে যোজন যোজন মাইল এগিয়ে। দলটির কোচ কিবু ভিচোনাও ট্রফি রুমে আরেকটি সাফল্য যোগ করতে চান।
“আমরা এখানে আসতে পেরে খুশি। সেরাটা দেওয়ার এবং অন্যদের মতো আমরাও ট্রফি উঁচিয়ে ধরার চেষ্টা করব। এটা আমাদের দ্বিতীয় সারির দল নয়। সিনিয়র টিম।”
অধিনায়ক ফ্রান গনসালেস বললেন, “এটা ভালো একটা টুর্নামেন্ট। আমরা উপভোগের চেষ্টা করব।”
মালয়েশিয়ার দল টেরেঙ্গানু এফসির কোচ নাফুজি মোহাম্মদ জাইন লক্ষ্য নিয়ে ওঠা প্রশ্নে বললেন, “আশা করি আমরা এখানে নিজেদের ফুটবল মেলে ধরতে পারব। আমরা চ্যাম্পিয়ন হতে চাই।”
দলটির তারকা খেলোয়াড় লি টাক অবশ্য আবাহনীর হয়ে এ দেশের ফুটবলে খেলেছেন। লিগ শিরোপা জিতেছেন। ভিন্ন দলের হয়ে বাংলাদেশে এসে আবারও সাফল্যে ভাসতে চাওয়ার লক্ষ্য জানিয়েছেন সাবলীলভাবেই।
নামের সঙ্গে ‘এলিফ্যান্টস’ শব্দটা জুড়ে থাকলেও লাওসের দলটির পথচলা শুরু মাত্র চার বছর আগে। বিদেশী কোনো খেলোয়াড় নেই দলে। কোচ ভি সিলভারাস জানালেন সেরাটা দেওয়ার প্রত্যয়।
“টুর্নামেন্টটা নিয়ে আমরা খুব শিহরণ অনুভব করছি। ভালো কিছু দল এখানে অংশ নিচ্ছে। আমরা আমাদের সেরাটা দিব। সুযোগ কাজে লাগাব। ছেলেরাও মুখিয়ে আছে।”
-
লেভানদোভস্কির ভবিষ্যৎ নিয়ে ‘চুপ’ মানে
-
ইউভেন্তুস থেকে আতলেতিকোয় ফিরলেন মোরাতা
-
‘আমি ফিরে এসেছি’, ইন্টারে ফিরে উচ্ছ্বসিত লুকাকু
-
ছুটছেন জোকোভিচ, রাডুকানুর বিদায়
-
টিভিতে আজ
-
‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
-
সমান পয়েন্টে সেরি আ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে প্লে-অফে
-
পিএসজি ছাড়লে নেইমারের চেলসিতে আসা উচিত: সিলভা
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- পদ্মা সেতুর নাট খুলে গ্রেপ্তার ‘সাবেক শিবিরকর্মী’