জয় দিয়ে শেষ শেখ রাসেল ও আরামবাগের

জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র ও আরামবাগ ক্রীড়া সংঘ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2019, 03:29 PM
Updated : 2 August 2019, 03:29 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার সাত গোলের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৫-২ ব্যবধানে হারায় আরামবাগ। সিলেট জেলা স্টেডিয়ামে টিম বিজেএমসির বিপক্ষে ৩-১ গোলে জিতেছে শেখ রাসেল।

দ্বিতীয় পর্বের ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তৃতীয় মিনিটে এগিয়ে যায় ব্রাদার্স। কিন্তু ছন্দ ধরে রাখতে পারেনি দলটি। দ্বাদশ মিনিটে পল এমিলের গোলে সমতায় ফেরা আরামবাগ চিনেডু ম্যাথিউয়ের জোড়া গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়।

১৯তম মিনিটে পাল্টা আক্রমণে ডি-বক্সে ঢুকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে আরামবাগকে এগিয়ে নেওয়ার পাঁচ মিনিট পর গোলরক্ষককে কাটিয়ে নিচু শটে ব্যবধান বাড়ান ম্যাথিউ।

৩৭তম মিনিটে এমিলের গোলের পর নাইজেরিয়ান ফরোয়ার্ড ম্যাথিউ হ্যাটট্রিক পূরণ করলে বড় জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় আরামবাগের। ৭২তম মিনিটে ব্রাদার্সকে দ্বিতীয় গোল এনে দেন মান্নাফ রাব্বী।

২৪ ম্যাচে ১০ জয় ও তিন ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে লিগ শেষ করল আরামবাগ। ২১ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে থেকে শেষ করল ব্রাদার্স।

১৬ জয় ও চার ড্রয়ে ৫২ পয়েন্ট নিয়ে তৃতীয় হলো শেখ রাসেল। আগেই অবনমন নিশ্চিত হয়ে যাওয়া বিজেএমসি শেষ করল ১১ পয়েন্ট নিয়ে, তলানিতে থেকে।