
কেইন পরীক্ষার জন্য 'প্রস্তুত' ক্রোয়েশিয়ার লভরেন
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jul 2018 06:05 PM BdST Updated: 11 Jul 2018 02:46 AM BdST
বিশ্বকাপের সেমি-ফাইনালে দারুণ ছন্দে থাকা ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনের বিপক্ষে নিজেকে প্রমাণ করতে মুখিয়ে আছেন ক্রোয়েশিয়ার ডিফেন্ডার দেয়ান লভরেন।
Related Stories
মস্কোর লুজনিকি স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় রাত ১২টায় ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দল দুটি।
রাশিয়া বিশ্বকাপে দারুণ খেলছেন ইংল্যান্ড অধিনায়ক কেইন। ৬টি গোল করে গোল্ডেন বুট জয়ের দৌড়ে সবার উপরে আছেন টটেনহ্যাম হটস্পারের এই স্ট্রাইকার। ফুটবলের সর্বোচ্চ মঞ্চে কেইনকে প্রতিপক্ষ হিসেবে পাওয়াটাকে উপভোগ করছেন বলে জানালেন ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক দল লিভারপুলের লভরেন।
"সে প্রিমিয়ার লিগের অন্যতম সেরা স্ট্রাইকার। সে যে কৃতিত্ব পায় সেটা তার প্রাপ্য। গত কয়েকটা মৌসুমে সে সবসময় ২৫ টার বেশি করে গোল করেছে। সে বিশ্বের সেরা স্ট্রাইকারদের একজন।"

গ্রুপ পর্বে দারুণ খেলা ক্রোয়েশিয়া শেষ ষোলোয় ডেনমার্কের বিপক্ষে ও কোয়ার্টার-ফাইনালে রাশিয়ার বিপক্ষে টাইব্রেকারে জয় পায়। ১৯৯৮ বিশ্বকাপের পর প্রথম বারের মতো বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠেছে দলটি।
নিজেদের ইতিহাসে প্রথম বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলাটা উপভোগ করতে চান লভরেন।
"এবারের বিশ্বকাপ জয়ে ইংল্যান্ড অন্যতম ফেভারিট। দলটাকে আপনার সম্মান জানাতে হবে। তবে বড় দলগুলোর বিপক্ষে খেলা আমরা উপভোগ করি। আর্জেন্টিনার বিপক্ষে আমরা এটা দেখিয়েছি। আমাদের হারের কিছু নেই।"
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- চকবাজারের আগুনের সূত্রপাত কীভাবে
- ‘তুই বেঁচে আছিস!’
- টেস্ট দলে সৌম্য
- চুড়িহাট্টা ট্রাজেডি: শেষ ঠিকানা আজিমপুর
- যেভাবে ভয়ঙ্কর হয়ে উঠেছিল চকবাজারের আগুন
- অলরাউন্ড নৈপুণ্যে উজ্জ্বল নবি
- প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির ম্যাচ মিরপুরে
- নরককুণ্ডের ক্ষেত্র যেন ‘তৈরি হয়েই ছিল’
- চুড়িহাট্টার অগ্নিকাণ্ড: ক্যানেস্তারাগুলো কাজ করেছে ‘বোমার মত’
- বিশ্ব-রাজিথার দারুণ বোলিংয়ে আগ্রাসী ডি কক