‘বিশ্বমানের’ রাকিতিচ-মদ্রিচকে নিয়ে সতর্ক ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jul 2018 10:08 AM BdST Updated: 11 Jul 2018 02:42 AM BdST
প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার দুই তারকা মিডফিল্ডার ইভান রাকিতিচ ও লুকা মদ্রিচের প্রশংসায় পঞ্চমুখ হলেন ইংল্যান্ডের এরিক ডায়ার। এ দুজনের ব্যাপারে সতীর্থদের সতর্ক করে দিলেও এই ইংলিশ মিডফিল্ডারের বিশ্বাস ক্রোয়াট জুটিকে আটকানোর সামর্থ্য আছে তাদের।
Related Stories
আগামী বুধবার লুজনিকি স্টেডিয়ামে রাশিয়া বিশ্বকাপের সেমি-ফাইনালে বাংলাদেশ সময় রাত ১২টায় মুখোমুখি হবে দুই দল। ১৯৬৬ বিশ্বকাপের পর ফাইনালে ওঠার হাতছানি ইংল্যান্ডের সামনে।
ক্রোয়েশিয়া বাধা পেরুতে হলে রাকিতিচ-মদ্রিচকে আটকাতে হবে ইংল্যান্ডকে। জর্ডান হেন্ডারসন হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে উঠতে ব্যর্থ হলে এ দায়িত্ব পড়তে পারে ডায়ারের কাঁধে। ক্রোয়াট জুটিকে আটকানোর প্রশ্নে সংবাদ সম্মেলনে আশাবাদ জানান ইংল্যান্ডের এই মিডফিল্ডার।
“তারা দুজন চমৎকার খেলোয়াড়; নিজেদের পজিশনে বিশ্বমানের খেলোয়াড়। ক্লাবের হয়ে তারা দুজনে খুবই উঁচু মানের ফুটবল খেলেছে।”
“রাকিতিচের বিপক্ষে আমি খেলিনি কিন্তু এ বছর চ্যাম্পিয়ন্স লিগে মদ্রিচের বিপক্ষে দুইবার খেলেছি এবং সবাই জানে প্রিমিয়ার লিগে সে কি করেছিল।”
“সে চমৎকার একজন খেলোয়াড় যে জাদুকরী মুহূর্ত তৈরি করতে পারে এবং আমি মনে করি এ বিশ্বকাপে এতক্ষণ পর্যন্ত সে দুর্দান্ত পারফরম করছে।”
“তারা দুজনেই দারুণ খেলোয়াড় এবং সবাই এটা জানে। কিন্তু আশা করি, আমরা বুধবার ব্যক্তিগত ও দলীয় নৈপুণ্য দিয়ে আমাদের কাজটি করতে পারব; তাদের আটকে রাখতে পারব।”
সর্বাধিক পঠিত
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- যাদের ভিটেমাটিতে পদ্মা সেতু, কেমন আছেন তারা?
- পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম আসামি গ্রেপ্তার
- পদ্মা সেতুর উদ্বোধনে ১০০ টাকার স্মারক নোট
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট
- পদ্মা সেতু: এক নজরে
- পদ্মা সেতু খুলছে, কতটা প্রস্তুত ঢাকা?
- বিশ্বকাপে দলগুলোর স্কোয়াডের আকার বাড়ল
- টানা ৩ সেঞ্চুরিতে মিচেলের ইতিহাস
- গাড়ির তেল ফুরালে ‘অপহরণ’ থেকে রক্ষা পেলেন নারী