ব্রাজিল চ্যালেঞ্জের জন্য ‘প্রস্তুত’ বেলজিয়াম

বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ব্রাজিলের বিপক্ষে লড়াইটাকে নিজেদের জন্য অন্যতম কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বেলজিয়াম কোচ। তবে সে লক্ষ্যে দল প্রস্তুত বলে জানিয়েছেন রবের্তো মার্তিনেস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2018, 08:39 PM
Updated : 6 July 2018, 11:33 AM

কাজানে শুক্রবার বাংলাদেশ সময় রাত ১২টায় সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।
 
রাশিয়ায় দারুণ ছন্দে এগুচ্ছে বেলজিয়াম। গ্রুপে নিজেদের তিন ম্যাচের সবকটিতে জয় পাওয়া দলটি শেষ ষোলোয় জাপানের বিপক্ষে দুই গোলের ব্যবধানে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে।
 
ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের আগের দিন বৃহস্পতিবার মার্তিনেস সাংবাদিকদের বলেন, “এই পর্যায়ে নিজেদের নিয়ে আসতে আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি। আমরা প্রতিযোগিতাটিতে আরও পরিণত হয়েছি। এই স্কোয়াডটার মধ্যে বিশেষ কিছু আছে। লক্ষণগুলো ইতিবাচক। মাঠে নামতে প্রচণ্ড আকাঙ্ক্ষা কাজ করছে। মাঠে নামতে আমাদের তর সইছে না। তাই আমি মনে করি আমরা প্রস্তুত।”
 
ব্রাজিল-বেলজিয়াম উভয় দলের আক্রমণভাগই বিশ্বের অন্যতম সেরা। এদিক থেকে দুই দলের ব্যবধান সামান্যই। সেলেসাওদের সঙ্গে একটা জায়গাতেই কেবল নিজেদের পার্থক্য দেখছেন মার্তিনেস।   
 
“পার্থক্যটা হলো, আমরা বিশ্বকাপ জিতিনি। এটা এমনই সরল। …ব্রাজিল জানে, কিভাবে বিশ্বকাপ জিততে হয়। তারা এটা অন্য যে  কোনো দেশের চেয়ে বেশি জিতেছে। তাই তাদের সামনে মানসিক বাধাটা নেই। তারা যা অর্জন করেছে সেজন্য তাদেরকে আমাদের সম্মান দেখাতে হবে।”