ব্রাজিল কোচের কাছে বেলজিয়ামও ফেভারিট

তিতের দৃষ্টিতে রাশিয়া বিশ্বকাপ জয়ে ফেভারিট দলগুলোর মধ্যে আছে বেলজিয়াম। তাই কোয়ার্টার-ফাইনালে রবের্ত মার্তিনেসের দলের বিপক্ষে ম্যাচটি জমজমাট হবে বলে মনে করেন ব্রাজিল কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2018, 04:27 PM
Updated : 6 July 2018, 10:52 AM

কাজান অ্যারেনায় আগামী শুক্রবার বাংলাদেশ সময় রাত ১২টায় সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে বেলজিয়ামের মুখোমুখি হবে ব্রাজিল।

রাশিয়ার আসরে এ পর্যন্ত সর্বোচ্চ ১২টি গোল করেছে বেলজিয়াম। অন্যদিকে ব্রাজিলের রক্ষণভাগ গত চার ম্যাচে ছিল দুর্দান্ত। মাত্র এক গোল হজম করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

দুই দলের ম্যাচটিকে অনেকে দারুণ আক্রমণভাগ বনাম জমাট রক্ষণের ধ্রুপদী লড়াই বলছেন। তিতেও জানালেন দারুণ ম্যাচের আশাবাদ।

“এটা দারুণ একটা ম্যাচ হবে। দুটি দলই সুন্দর ফুটবল মেলে ধরছে। বেলজিয়াম দলে দারুণ খেলোয়াড় আছে এবং দারুণ একজন কোচও আছেন। আমি সবসময় তাদের শিরোপা জয়ের ফেভারিটদের দলে রেখেছি। এবং এখনও রাখছি।”

মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে ব্রাজিল। দুই গোল হজমের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জাপানে ৩-২ ব্যবধানে হারিয়ে সেরা আটে উঠে আসে বেলজিয়াম।