বেলজিয়ামের সাফল্যের জন্য ‘অপরিহার্য’ ডে ব্রুইনে
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jul 2018 10:37 PM BdST Updated: 06 Jul 2018 05:34 PM BdST
বিশ্বকাপে বেলজিয়ামের সাফল্যের জন্য কেভিন ডে ব্রুইনেকে অপরিহার্য বলে মনে করছেন কোচ রবের্তো মার্তিনেস।
Related Stories
ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ডে ব্রুইনে এখন পর্যন্ত বিশ্বকাপে কোনো গোল করতে পারেননি। তবে জাপানের বিপক্ষে শেষ ষোলোয় দুই গোলে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে বেলজিয়ামের ৩-২ গোলের জয়ে বড় অবদান রাখেন।
শিষ্যের দক্ষতা ও চাপের মুহূর্তে মাথা ঠাণ্ডা রাখার ক্ষমতার প্রশংসা করেছেন মার্তিনেস।
“আমাদের দলে তার ভূমিকা কম করে দেখা হয়েছে; হয়তো ক্লাব পর্যায়ে সে সবসময় অ্যাসিস্ট বা গোলের শেষ দিকে থাকে। তখন কেভিন ডে ব্রুইনে নজরে আসে।”
“আমি মনে করি আমাদের দলে কেভিন ডে ব্রুইনের প্রভাব অনেক গভীর। তার উপস্থিতি দলকে আক্রমণভাগে প্রভাব বিস্তার করতে সুযোগ দেয়। সে একজন নেতা হয়ে উঠেছে।”
জাপানের বিপক্ষে বার বার রঙ বদলানো ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে পাল্টা আক্রমণে ডে ব্রুইনের পাস থেকেই আসে বেলজিয়ামের জয়সূচক গোল। ঐ ম্যাচে তার পারফরম্যান্স কখনো ভুলবেন না বলে জানিয়েছেন মার্তিনেস।
“আমি কেভিন ডে ব্রুইনের ভূমিকায় উচ্ছ্বসিত। দলে নিজের গুরুত্ব এবং আমাদের খেলার ধরনটা সে বুঝতে পারায় আমি খুশি। সে আমাদের জন্য অপরিহার্য।”
শুক্রবার কাজান অ্যারেনায় বাংলাদেশ সময় রাত ১২টায় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে বেলজিয়াম।
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- আবার বার্সা সভাপতি লাপোর্তা
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- বিস্ফোরক সাক্ষাৎকার: মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ৪১তম বিসিএস পরীক্ষা পেছানোর দাবি