‘বিপজ্জনক’ রোনালদোয় সতর্ক কাভানি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Feb 2018 09:44 PM BdST Updated: 14 Feb 2018 10:47 AM BdST
চলতি মৌসুমের প্রথম পর্বে ক্রিস্তিয়ানো রোনালদোকে ঠিক স্বরূপে দেখা যায়নি। তবে সম্প্রতি ফর্মে ফেরার আভাস দিয়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। তাই আসছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ে পাঁচবারের বর্ষসেরা ফুটবলার বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে সতর্ক পিএসজির স্ট্রাইকার এদিনসন কাভানি।
Related Stories
সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় ইউরোপ সেরা প্রতিযোগিতার শেষ ষোলোর প্রথম লেগে বর্তমান চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে পিএসজি।
লা লিগায় এখন পর্যন্ত ১৮ ম্যাচে ১১ গোল করেছেন রোনালদো। এর মধ্যে প্রথম ১৪ ম্যাচে তার গোল ছিল মাত্র ৪টি। গত ২০ দিনে চার ম্যাচে করেছেন ৭ গোল। সে হিসেবে নতুন বছরে দারুণভাবে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। এর মধ্যে শনিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দলের ৫-২ গোলের জয়ে হ্যাটট্রিক করেন ৩৩ বছর বয়সী এই খেলোয়াড়।
লিগে প্রথম দিকে আশানুরূপ খেলতে না পারলেও চ্যাম্পিয়ন্স লিগে বরাবরের মতোই দারুণ ফর্মে আছেন রোনালদো। দলকে শেষ ষোলোয় ওঠানোর পথে গ্রুপ পর্বে ছয় ম্যাচে করেন ৯ গোল। তাই কাভানির আশঙ্কা, তাদের বিপক্ষেও টানা দুবারের ব্যালন ডি’অর জয়ীর গোল বেগ পেতে হবে না।
"তিনি আমার চেয়ে বেশি অভিজ্ঞ। আমি নিশ্চিত, তিনি জানেন কিভাবে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে হয়। আমার বিশ্বাস, এই পরিস্থিতিতে এমন আত্মবিশ্বাসী একজন ফরোয়ার্ড অস্বস্তিতে ভুগবে না।"
"একজন ফরোয়ার্ড হিসেবে, আপনি জানেন এসব কিছু ঘটেই থাকে। তবে এক ম্যাচেই প্রেরণা ফিরে আসতে পারে।"

তবে রিয়ালের মাঠে প্রথম লেগে খুব বেশি গোল আশা করছেন না উরুগুয়ের এই স্ট্রাইকার।
উরুগুয়ের এই খেলোয়াড় বলেন, "সত্যিই আমরা খুব ভালো সময়ে আছি। সব টুর্নামেন্টেই ভালো করছি। কিছু অনিশ্চয়তা আছে। তবে এটা যৌক্তিক। ফুটবল এমনই।"
"আমরা গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় চুক্তিবদ্ধ করেছি।…এটা মাঠে আমাদের অনেক আত্মবিশ্বাস দেয়। চ্যাম্পিয়ন্স লিগ সহ প্রতি প্রতিযোগিতাতেই তা আমাদের অনুপ্রাণিত করে।"
"আমি জানি না, এটা অনেক গোলের একটা ম্যাচ হবে কি-না। আমি তেমন মনে করছি না। অন্তত, অ্যাওয়ে লেগ সবসময় কঠিনতর। তারা চাইবে না, আমরা গোল করি। অ্যাওয়ে দল সাধারণত পাল্টা আক্রমণের জন্য অপেক্ষা করে।"
আসছে হাইভোল্টেজ ম্যাচটি নিয়ে তাই ভবিষ্যদ্বানী করতেও নারাজ ৩০ বছর বয়সী কাভানি।
"কখনও কখনও ভবিষ্যদ্বানী করাটা অহেতুক। কারণ, ফুটবল অনিশ্চয়তার খেলা। ম্যাচটি হবে সমানে সমান যেখানে রক্ষণভাগ অনেক কাজ করবে।"
-
লেভানদোভস্কির ব্যাপারে ‘বায়ার্নের হ্যাঁ’ এর আশায় বার্সা
-
যে কারণে রোনালদোকে দলে টানবে না বায়ার্ন
-
শৈশবের প্রিয় ক্লাবে এসে ক্রিস্টেনসেনের স্বপ্ন পূরণ
-
শিরোপার আরও কাছে কিংস
-
আর্জেন্টিনার বিপক্ষে জার্মানির বিশ্বকাপ জয়ের নায়ক গোটসের আক্ষেপ
-
বীরোচিত জয়ের পরও সেমিতে খেলা নিয়ে শঙ্কায় নাদাল
-
রেকর্ড দর্শকের সামনে ইংল্যান্ডের কষ্টের জয়
-
অসাধারণ প্রত্যাবর্তনে ফ্রিটজের স্বপ্ন গুঁড়িয়ে সেমিতে নাদাল
সর্বাধিক পঠিত
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- শাস্তি পেল বাংলাদেশ দল
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- নিষেধাজ্ঞা দিয়ে বিশ্বকে শাস্তি, এটাতো মানবাধিকার লঙ্ঘন: প্রধানমন্ত্রী
- ভোক্তা অধিকারের ডিজির কফিতে মাছি, ৫০,০০০ টাকা জরিমানা
- ‘ওপেন করলে গিলক্রিস্টের মতোই ভয়ঙ্কর হতে পারে পান্ত’