নেইমারকে রিয়ালে চান না স্পেনের প্রধানমন্ত্রী
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Feb 2018 10:34 PM BdST Updated: 14 Feb 2018 10:49 AM BdST
পিএসজি থেকে নেইমারকে দলে টানা ছাড়াই বর্তমান খেলোয়াড়দের নিয়ে প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদকে ভালো অবস্থায় দেখছেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয়।
Related Stories
অনেক আগে থেকেই নেইমারকে পেতে আগ্রহী রিয়াল। ২০১৩ সালে বিতর্কিত এক দল-বদলে এই ফরোয়ার্ড চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনায় নাম লেখালেও নজর সরেনি ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসের। ব্রাজিলের এই খেলোয়াড়কে পেতে এরই মধ্যে বেশ কয়বার চেষ্টাও চালিয়েছেন তিনি।
গত অগাস্টে রেকর্ড ট্রান্সফার ফিতে নেইমার বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লেখানোর পর থেকে এই খেলোয়াড়কে পাওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন রিয়াল অধিনায়ক সের্হিও রামোস, কাসেমিরো ও মার্সেলো।
নিজেদের মাঠে বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির মুখোমুখি হবে জিনেদিন জিদানের দল। এর আগে স্প্যানিশ ক্রীড়া বিষয়ক দৈনিক এএসের সঙ্গে নেইমার প্রসঙ্গে কথা বললেন রিয়াল ভক্ত রাখয়।
“আমি সাদা জার্সিতে নেইমারকে দেখতে চাই না। আমি কিলিয়ান এমবাপে সম্পর্কে জানি না। তবে, বেল, বেনজেমা ও ক্রিস্তিয়ানো দুর্দান্ত ছিল। কয়েক মাসের মধ্যেই মানুষ তাদের সক্ষমতা নিয়ে সন্দেহ করছে। … তাদের প্রতি আমার বিশ্বাস আছে।”
এবারের মৌসুমটা বাজে যাচ্ছ রিয়ালের। লা লিগার শিরোপা ধরে রাখার আশা শেষই বলা যায়। শীর্ষে থাকা বার্সেলোনা থেকে ১৭ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে আছে তারা। লেগানেসের কাছে হারায় কোয়ার্টার-ফাইনালেই বাজে তাদের কোপা দেল রের বিদায় ঘণ্টা।
অন্য দিকে, মৌসুমের শুরু থেকেই দারুণ খেলছে পিএসজি। এখন পর্যন্ত উনাই এমেরির দল ধরে রেখেছে সবগুলো শিরোপা জয়ের আশা। তবে, চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল যে ভিন্ন তা মনে করিয়ে দিলেন রাখয়।
“যৌক্তিকভাবে চিন্তা করলে, আপনি ভাবতে পারেন তারা আমাদের উড়িয়ে দেবে। কিন্তু, এই ধরনের ম্যাচগুলোতে যে কোনো কিছুই হতে পারে। আমরা এটা ভুলে যেতে পারি না যে, এটা মাদ্রিদ এবং চ্যাম্পিয়ন্স লিগ তাদের প্রতিযোগিতা।…এটা এমন একটি দল যারা চ্যাম্পিয়ন্স লিগের গত চার শিরোপার তিনটিই জিতেছে। আমি মনে করি, আমরা পিএসজিকে হারিয়ে দিতে পারব।”
-
ছুটছেন জোকোভিচ, রাডুকানুর বিদায়
-
‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
-
সমান পয়েন্টে সেরি আ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে প্লে-অফে
-
পিএসজি ছাড়লে নেইমারের চেলসিতে আসা উচিত: সিলভা
-
মুক্তিযোদ্ধা সংসদকে আবারও হারাল পুলিশ
-
পিছিয়ে যাচ্ছে মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ
-
উইম্বলডনে আবার ফিরবেন কিনা, জানেন না সেরেনা
-
জয়ে নাদালের প্রত্যাবর্তন, শিয়াওতেকের রেকর্ড ‘৩৬’
সর্বাধিক পঠিত
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- পিটিয়ে শিক্ষক খুন: আশুলিয়ার সেই ছাত্রের বাবা গ্রেপ্তার
- রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে ভারতের বিপক্ষে পারল না আয়ারল্যান্ড
- ৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
- স্বামীর মরদেহ দেখে স্ত্রীর মৃত্যু, এরপর অসুস্থ ছেলে হাসপাতালে
- চিকিৎসক অদিতি সরকারকে বাঁচানো গেল না
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- ‘ধর্মানুভূতিতে আঘাত’: ভয়ের সংস্কৃতি প্রভাব ফেলছে শ্রেণিকক্ষে