নেপালকে হারিয়ে প্রথম লক্ষ্য পূরণ হওয়ায় দারুণ খুশি বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন।
Published : 17 Dec 2017, 06:20 PM
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রোববার সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপালকে ৬-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ।
ম্যাচ শেষে কোচ বলেন, “আগেও বলেছিলাম, আমাদের লক্ষ্য ছিল প্রথমে জিতব। এরপর আমরা দর্শকদের উপভোগ্য ফুটবল খেলা উপহার দেব। প্রথম মিনিট থেকে ৯০ মিনিট পর্যন্ত সেই চেষ্টা করেছে মেয়েরা।”
ছয় গোলে জেতা ম্যাচে হ্যাটট্রিক করেন তহুরা খাতুন। তবে ম্যাচে গোলের একাধিক সুযোগও নষ্ট করেছে মেয়েরা। কোচ অবশ্য না পাওয়া গোল নিয়ে ভাবতে চাইছেন না।
“অনেক গোলের সুযোগ ছিল, সেগুলো গোল হতে পারত। কিন্তু হয়নি। এটা নিয়ে মাথাব্যথা নেই। জয়টা ছিল মূল লক্ষ্য। সেটা মেয়েরা পূরণ করেছে।”
আগামী মঙ্গলবার ভুটানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। কোচ রব্বানীর মনোযোগ এখন সেদিকে।
“(নেপালের বিপক্ষে) জিতলে এই টুর্নামেন্টে বেশ এগিয়ে যাব। সেই কাজ হয়ে গেছে। ভুটানের ম্যাচটা এখন আমার কাছে গুরুত্বপূর্ণ। এই ম্যাচ জিতলে আমরা মোটামুটি ৮০ ভাগ ফাইনালে চলে যাব। এরপর আমরা অন্য ম্যাচ নিয়ে ভাবব।”