মুক্তিযোদ্ধাকে হারিয়ে উত্তর বারিধারার প্রতিশোধ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Dec 2016 05:41 PM BdST Updated: 11 Dec 2016 06:20 PM BdST
প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ১-০ গোলে হারিয়ে প্রতিশোধ নিয়েছে উত্তর বারিধারা।
প্রথম পর্বের ম্যাচে উত্তর বারিধারাকে একই ব্যবধানে হারিয়েছিল মুক্তিযোদ্ধা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার শুরু থেকে মুক্তিযোদ্ধাকে চেপে ধরে উত্তর বারিধারা। চতুর্দশ মিনিটে এগিয়ে যাওয়ার ভালো একটি সুযোগ নষ্ট হয় দলটির। সেন্টু চন্দ্র সেন ডি বক্সের মধ্যে সুবিধাজনক জায়গায় বল পেয়েও লক্ষে রাখতে ব্যর্থ হন।
৬৬তম মিনিটে এগিয়ে যায় উত্তর বারিধারা। মনির আলমের ফ্রি-কিক কামারা সাররা আলতো করে বাড়ানোর পর লিওনার্দো লিমার জোরালো শট প্রতিপক্ষের এক ডিফেন্ডারের দুই পায়ের ফাঁক গলে ঠিকানা খুঁজে পায়।
গোল শোধে মরিয়া মুক্তিযোদ্ধা শেষ দিকে গোছালো কয়েকটি আক্রমণ শানালেও সুযোগ কাজে লাগাতে পারেনি। ৮৭তম মিনিটে মোবারক হোসেন ভূইয়ার ক্রসে শ্যামল আহমেদ রনির হেড পোস্টে লেগে ফেরে। একটু পর সিমোনের ফ্রি কিকও পোস্টে লাগলে লিগে সপ্তম হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে মুক্তিযোদ্ধা।
এই হারের পর ১৯ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে মুক্তিযোদ্ধা। ১৭ পয়েন্ট নিয়ে তলানি থেকে এক ধাপ ওপরে একাদশ স্থানে উঠে এল উত্তর বারিধারা।
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- আবার বার্সা সভাপতি লাপোর্তা
- চিত্রনায়ক শাহিন আলমের মৃত্যু
- বিস্ফোরক সাক্ষাৎকার: মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে