মোহামেডানের সঙ্গে ড্র করে শীর্ষে মুক্তিযোদ্ধা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Aug 2016 08:00 PM BdST Updated: 13 Aug 2016 08:00 PM BdST
ঘরোয়া ফুটবলের দুই ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র প্রিমিয়ার লিগে ড্র করেছে। পয়েন্ট ভাগাভাগি করলেও তালিকার শীর্ষে উঠে গেছে মুক্তিযোদ্ধা।
ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শনিবার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। মোহামেডানের তৌহিদুল আলম সবুজ ও মুক্তিযোদ্ধার তৌহিদুল আলম তৌহিদ দুটি করে গোল করেন।
ম্যাচের দশম মিনিটেই এগিয়ে যেতে পারত মোহামেডান। কিন্তু সবুজের ক্রসে মাশুক মিয়া জনি প্রয়োজনীয় টোকাটা দিতে পারেননি। একটু পর ৪ গোল নিয়ে এখন পর্যন্ত লিগের সর্বোচ্চ গোলদাতা মুক্তিযোদ্ধার আহমেদ কোলো মুসার শটও ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়।
৩০তম মিনিটে সবুজ দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করলে এগিয়ে যায় মোহামেডান। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে মুক্তিযোদ্ধাকে সমতায় ফেরান তৌহিদ; কোলো মুসার বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে মোহামেডানের ডিফেন্ডারদের বোকা বানিয়ে গোলটি করেন তিনি।

তিন মিনিট পরই সবুজের পেনাল্টি গোল সমতায় ফেরায় মোহামেডানকে। বক্সের মধ্যে মুক্তিযোদ্ধার মঞ্জুর রহমান মানিকের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। লিগে সবুজের গোল হলো ৩টি।
এ ড্রয়ের পর ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে হটিয়ে শীর্ষে উঠল মুক্তিযোদ্ধা। গোল পার্থক্যে পিছিয়ে থাকায় সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিগের শিরোপাধারী শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
লিগ পেশাদার আঙিনায় পা রাখার পর কখনোই শিরোপা না জেতা মোহামেডান চলতি আসরেও খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। পাঁচ ম্যাচে জমিসউদ্দিন জোসির দলের পয়েন্ট ৪।
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- ঘরে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ, পাশে ‘সুইসাইড নোট’
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- পান্তের দিকে ‘তাকিয়ে’ গিলক্রিস্ট
- ১ হাজার হবে অ্যান্ডারসনের?
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- টিভি সূচি (শনিবার, ০৬ মার্চ ২০২১)
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও
- ফেব্রুয়ারির সেরা মেসি