২০২৮ পর্যন্ত ইউনাইটেডে দালত

পর্তুগিজ এই ডিফেন্ডারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2023, 04:29 PM
Updated : 31 May 2023, 04:29 PM

কয়েক মাসের আলোচনার পর অবশেষে দিয়োগো দালতের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। পর্তুগিজ ডিফেন্ডারের সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করেছে প্রিমিয়ার লিগের সফলতম দলটি। 

ইউনাইটেড বুধবার এক বিবৃতিতে জানায় ২০২৮ সাল পর্যন্ত ওল্ড ট্র‍্যাফোর্ডে থাকবেন ২৪ বছর বয়সী দালত। 

তার সঙ্গে ২০২৩ সাল পর্যন্ত চুক্তি ছিল ইউনাইটেডের। নতুন চুক্তির পর সুযোগ আছে মেয়াদ আরও এক বছর বাড়িয়ে ২০২৯ পর্যন্ত রেখে দেওয়ার। 

পোর্তো থেকে ২০১৮ সালে ইউনাইটেডে আসা দালত মাঝে ইতালিয়ান ক্লাবে এসি মিলানে ধারে খেলেন। এরপর ইংলিশ ক্লাবটিতে ফিরে দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি। 

ইউনাইটেডের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১০৭ ম্যাচ খেলেছেন দালত। এর ৪২টি ম‍্যাচ চলতি মৌসুমে। 

আগামী শনিবার এফএ কাপের ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে ইউনাইটেড।