চ্যাম্পিয়ন্স লিগ
আতলেতিকো মাদ্রিদ কোচ মনে করছেন, গোলমুখে তারা আরেকটু ভালো করতে পারলে খেলার চিত্র ভিন্ন হতে পারত।
Published : 05 Mar 2025, 04:35 PM
রেয়াল মাদ্রিদের বিপক্ষে চতুর্থ মিনিটে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘরে দাঁড়িয়েছিল আতলেতিকো মাদ্রিদ। মাঠের ফুটবলে কিছুটা সময় তারাই ছিল চালকের আসনে। যদিও ওই সময়টায় আর কোনো সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। কোচ দিয়েগো সিমেওন মনে করছেন, গোলমুখে তখন আরেকটু কার্যকর হতে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হতো।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ২-১ ব্যবধানে হেরেছে আতলেতিকো। মঙ্গলবার সান্তিয়াগো বের্নাবেউয়ে রদ্রিগো স্বাগতিকদের এগিয়ে নেওয়ার সমতা ফেরান হুলিয়ান আলভারেস। দ্বিতীয়ার্ধে ব্রাহিম দিয়াস ফের রেয়ালকে এগিয়ে নিলে আর সমতা টানতে পারেনি সিমেওনের দল।
শুরুতে পিছিয়ে পড়ার পর দল যেভাবে সাড়া দিয়েছে, তাতে খুশি আর্জেন্টাইন কোচ। তিনি আশাবাদী, আগামী বুধবার ওয়ান্দা মেত্রোপলিতানোয় সমীকরণ মিলিয়ে নিতে পারবেন। ইন্টার মিলানের বিপক্ষে যেমনটা তারা করতে পেরেছিলেন গত মৌসুমে।
“যখন ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল, তখন আরও ভালোভাবে সুবিধা কাজে লাগানো উচিত ছিল।”
“ঝুঁকি নেওয়া কঠিন, এতে যে কোনো প্রতি-আক্রমণেই ম্যাচ হারতে হতে পারে। আমরা পরিস্থিতিটা খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করেছিলাম, কিন্তু শেষ কয়েক মিটারে (কোনোকিছুর) ঘাটতি ছিল।”
শেষ দিকে রেয়াল ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করায় পরিস্থিতি আরও খারাপ হয়নি। ন্যূনতম ব্যবধানে পিছিয়ে থাকায় সিমেওনে আশাবাদী, ফিরতি লেগে ঘরের মাঠ তাদের জন্য উদ্দীপক হিসেবে কাজ করবে।