Published : 14 Apr 2024, 08:51 AM
চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার লড়াইয়ে ম্যানচেস্টার সিটির মাঠে প্রবল লড়াই তিন দিন পর। এই ম্যাচের তিন দিন পর লা লিগায় লড়াই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে। মহাগুরুত্বপূর্ণ এই দুই লড়াইয়ের আগে পয়েন্ট হারালে রেয়াল মাদ্রিদের আত্মবিশ্বাসে লাগতে পারত চোট। সেটি এড়াতে পেরে স্বস্তির শ্বাস নিচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি।
আনচেলত্তিকে সেই স্বস্তির অবকাশ এনে দেন অহেলিয়া চুয়ামেনি। দ্বিতীয়ার্ধে তার গোলার মতো এক শটের গোলেই মায়োর্কাকে হারায় রেয়াল মাদ্রিদ।
সামনের ম্যাচগুলির দিকে তাকিয়েই এ দিন নিয়মিত একাদশে বেশ কিছু পরিবর্তন আনেন আনচেলত্তি। গুরুত্বপূর্ণ কয়েকজন ফুটবলারকে বিশ্রাম দেন কোচ। গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামা একাদশ থেকে পরিবর্তন আনেন পাঁচটি।
মায়োর্কার বিপক্ষে যেভাবে খেলেছে দল, তা সন্তুষ্ট করতে পারেনি আনচেলত্তিকে। তবে শেষ পর্যন্ত তিন পয়েন্ট পেয়ে খুশি রেয়াল কোচ।
“দল খুবই আঁটসাঁট ও নির্ভরযোগ্য ছিল মাঠে। আমরা খুব ভালো খেলতে পারিনি ম্যাচের সবটা সময়, তবে দল হাল ছাড়েনি। লড়াই করেছে এবং জয় আদায় করে নিয়েছে।”
“এল ক্লাসিকোর আগে আমাদের ব্যবধান ধরে রাখাটা জরুরি ছিল। মায়োর্কার মাঠে জয় আদায় করাটা সবসময়ই কঠিন।”
এই রাউন্ডের আগে বার্সেলোনার সঙ্গে আট পয়েন্টের ব্যবধান ছিল রেয়ালের। শনিবার দুই দলই জিতেছে ১-০ গোলে। ব্যবধানও আছে আগের মতোই। শিরোপা পুনরুদ্ধারের পথে ৩১ ম্যাচে ৭৮ পয়েন্ট রেয়ালের, ৭০ বার্সেলোনার।
বার্সেলোনার সঙ্গে ক্লাসিকোর আগে সিটির চ্যালেঞ্জ জয় করতে হবে রেয়ালকে। প্রথম লেগ রেয়ালের মাঠে ড্র হয়েছে ৩-৩ গোলে। সিটির মাঠে জয় পাওয়াটা আরও অনেক কঠিন হওয়ার কথা।
এরকম একটি ম্যাচের আগে মায়োর্কার বিপক্ষে লড়াইয়ে পুরো মনোযোগ দেওয়া কঠিন। তবে রেয়াল কোচের দাবি, এই ম্যাচকেও যথেষ্ট গুরুত্ব দিয়েছেন তারা।
“আমরা জানি, কোন অবস্থানে দাঁড়িয়ে আমরা। প্রতিটি ম্যাচই ফাইনাল। আজকেও সেটিই ছিল লক্ষ্য। আমরা খুবই খুশি জিততে পেরে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে আমরা দারুণ খেলেছি। যেটি বললাম, এই মাঠে জেতাটা সবসময়ই কঠিন।”
বেশ কিছু সুযোগ হাতছাড়া না করলে জয়ের ব্যবধান বড় হতে পারত আরও। সেই আক্ষেপ আছে আনচেলত্তিরও। তবে রক্ষণভাগের দৃঢ়তায় খুশি তিনি। দলকে এখন শিরোপার আরও কাছে দেখছেন কোচ।
“সাধারণত দেখা যায়, প্রত্যাশিত পর্যায়ে গোল করতে না পারলে সেটির সাজা পেতে হয়। সৌভাগ্যবশত, আজকে আমরা রক্ষণ খুব ভালোভাবে সামলেছি। খুব একটা সুযোগ দেইনি ওদের।”
“এই জয়টি খুবই গুরুত্বপূর্ণ ছিল। শিরোপার আরও এক ধাপ কাছে এগিয়েছি আমরা। বেশ ভালো একটি সময় কাটছে আমাদের এবং এখন বুধবারের ম্যাচ (সিটির বিপক্ষে) নিয়ে ভাবতে পারব আমরা। নিজেদের গুছিয়ে নেওয়ার সময় যথেষ্টই আছে।”