ইংলিশ ফুটবল
কঠিন সময় কাটানো ম্যানচেস্টার সিটি কোচের পাশে দাঁড়ালেন এন্টসো মারেস্কা।
Published : 24 Jan 2025, 11:27 PM
চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্ব থেকেই বিদায় নেওয়ার শঙ্কায় থাকা ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলার পাশে দাঁড়ালেন এন্টসো মারেস্কা। চেলসি কোচ মনে করেন, এই মুহূর্তে সাহায্য প্রয়োজন এই স্প্যানিয়ার্ডের।
ইউরোপ সেরার প্রতিযোগিতায় সাত ম্যাচে কেবল দুটি জয় পাওয়া সিটি আছে বাদ পড়ে যাওয়ার শঙ্কায়। ইংলিশ প্রিমিয়ার লিগেও দলটি নেই ভালো অবস্থায়। ৩৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকা দলটির সঙ্গে ব্যবধান বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে শনিবার মাঠে নামবে চেলসি (৪০)।
এই ম্যাচের আগে ভালো অবস্থায় নেই সিটি। চ্যাম্পিয়ন্স লিগে এক পর্যায়ে ২-০ গোলে এগিয়ে গিয়েও পিএসজির বিপক্ষে হেরেছে ৪-২ গোলে। এতে এক ম্যাচ বাকি থাকতে দলটি আছে ২৫ নম্বরে।
এই পরিস্থিতিতে সিটি কোচের পাশে থাকা জরুরি বলে মনে করছেন মারেস্কা।
“এই ধরনের কিছুর জন্য পেপ (গুয়ার্দিওলা) যথেষ্ট দৃঢ়। তবে নিশ্চিতভাবে অন্য যে কোনো মানুষের মতো তারও এই মুহূর্তে সমর্থন প্রয়োজন। সবশেষ আট বা নয় বছরে তারা সবসময়ই শীর্ষে ছিল।”
চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে হলে সেরা ২৪-এ থাকতেই হবে সিটির। কোচিং ক্যারিয়ারে এখন পর্যন্ত এই টুর্নামেন্টে নকআউট পর্বে যেতে ব্যর্থ হননি গুয়ার্দিওলা। এই ধারা বজায় রাখতে এবার কঠিন চ্যালেঞ্জেই পড়েছেন তিনি।
সিটির সময়টা হয়তো ভালো যাচ্ছে না, তবে এরপরও তাদের হারানো সহজ হবে না বলেই মনে হচ্ছে চেলসি কোচ মারেস্কার।
“এই ক্লাব আর এই খেলোয়াড়রা যখন কঠিন সময়ে থাকে, তখন ওরা দেখাতে চাইবে তারা কতটা ভালো। আমি মনে করি না, সিটির বিপক্ষে খেলার জন্য কোনো ভালো মুহূর্ত আছে।”
“ফুটবলে এটা স্বাভাবিক যে, ওরা যে পরিস্থিতিতে আছে তেমনটা হবে। তবে অবশ্যই শিগগিরই ওরা ঘুরে দাঁড়িয়ে ট্রফি জিতবে।”
এক সময়ে সিটির কোচ ছিলেন মারেস্কা। সেখান থেকে যোগ দেন পার্মায়। ইতালির ক্লাব ছাঁটাই করার পর ২০২২-২৩ মৌসুমে সিটির ট্রেবল জয়ের সময়ে ছিলেন গুয়ার্দিওলার সহাকারী।
“ক্লাব ও পেপের সঙ্গে আমার সম্পর্ক দুর্দান্ত। ইতিলিয়ান ক্লাবটি দুই-তিন মাস পরেই আমাকে ছাঁটাই করার পরও আমার প্রতি আস্থা রাখায় আমি সব সময়ই সিটির প্রতি কৃতজ্ঞ।”
চোটের জন্য সিটির বিপক্ষে রোমেও লাভিয়া খেলবেন না বলে জানিয়েছেন মারেস্কা। তবে ফিরতে পারেন এনসো ফের্নান্দেস ও লেভি কলউইল।