ইংলিশ ফুটবল
হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে গেছেন এই ইংলিশ রাইট-ব্যাক।
Published : 05 Feb 2025, 05:35 PM
আগের ম্যাচের হতাশা ভুলে, লিগ কাপের ফাইনালে উঠতে আসছে ম্যাচে যেকোনো মূল্যে জয় চায় লিভারপুল। চোখ রাখতে হবে ব্যবধানের দিকেও। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে এমন গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে অনেক বড় ধাক্কা খেল দলটি। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে গেছেন দলের গুরুত্বপূর্ণ সদস্য ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড।
লিগ কাপ সেমি-ফাইনালের প্রথম লেগে টটেনহ্যামের মাঠে ১-০ গোলে হেরেছিল লিভারপুল। ফিরতি লেগে বৃহস্পতিবার ঘরের মাঠে নামবে আর্না স্লটের দল।
প্রিমিয়ার লিগে গত শনিবার বোর্নমাউথের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে ৭০তম মিনিটে উঠে যেতে বাধ্য হন অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। ওই চোটেই এখন মাঠের বাইরে চলে গেলেন ২৬ বছর বয়সী এই ইংলিশ খেলোয়াড়।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩১ ম্যাচ খেলে দুটি গোল ও সাতটি অ্যাসিস্ট করা এই রাইট-ব্যাকের চোটের বিষয়টি নিশ্চিত করেন কোচ স্লট।
“(বোর্নমাউথ ম্যাচে) সে পায়ে একটু ব্যথা নিয়ে মাঠ ছেড়েছিল। ইতোমধ্যে অবশ্য সে পুনর্বাসন কোচের সঙ্গে মাঠে ফিরেছে। এখন দেখা যাক, সুস্থ হয়ে ফিরতে তার কতদিন সময় লাগে।”
“রোববার (এফএ কাপের চতুর্থ রাউন্ডে) সে খেলতে পারবে কি-না, দেখা যাক। তবে আগামীকাল সে খেলতে পারবে না।”
টটেনহ্যামের বিপক্ষে ম্যাচে অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের জায়গায় লিভারপুলের একাডেমিতে বেড়ে ওঠা কনর ব্র্যাডলিকে দেখা যেতে পারে।