নেশন্স লিগ
দলের অন্যদের সুযোগ দিতে গ্রিসের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচের শুরুর একাদশে অধিনায়ককেই রাখেননি ইংল্যান্ড কোচ লি কার্সলি।
Published : 15 Nov 2024, 05:51 PM
আগে থেকেই গুরুত্বপূর্ণ কয়েকজন ছিলেন না দলে। অধিনায়ক হ্যারি কেইনকেও গ্রিসের বিপক্ষে শুরুর একাদশে রাখেননি ইংল্যান্ড কোচ লি কার্সলি। তবে, কেইনের তাতে খারাপ লেগেছে বলে মনে করেন না দলটির অন্তর্বর্তীকালীন কোচ।
নেশন্স লিগের ম্যাচে বৃহস্পতিবার রাতে গ্রিসের বিপক্ষে ৩-০ গোলে জেতে ইংল্যান্ড। শুরুর একাদশে সুযোগ পেয়ে সপ্তম মিনিটেই দলকে এগিয়ে নেন অলি ওয়াটকিন্স। শেষ দিকে কার্টিস জোন্সের গোলের আগে প্রতিপক্ষের আত্মঘাতী থেকে আরেকটি গোল পায় ইংলিশরা।
ম্যাচটিতে শেষ দিকে কেইনকে মাঠে নামান কোচ কার্সলি। স্রেফ ২৪ মিনিট খেলতে পারেন বায়ার্ন মিউনিখ তারকা।
এতে অবশ্য কেইনের তেমন কোনো আপত্তি ছিল না বলে জানিয়েছেন কার্সলি। অন্য খেলোয়াড়দের সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নেন তিনি। গ্রুপ পর্বে শেষ ম্যাচে রোববার আয়ারল্যান্ডের বিপক্ষে কেইনকে শুরুর একাদশে ফেরাবেন বলে নিশ্চিত করেছেন তিনি।
“সে (শুরুর একাদশে জায়গা না পাওয়ার বিষয়ে) শান্তই আছে। এটা বলা যথাযথ হবে যে, সব শীর্ষমানের খেলোয়াড়ের মতো সেও সব ম্যাচ খেলতে চায়। কিন্তু আমার মনে হয়, সে বুঝতে পেরেছে যে, আজ রাতে আমাদের যে ধরনের অভিজ্ঞতা হলো, অন্য খেলোয়াড়দেরও সেই অভিজ্ঞতা পাওয়া জরুরি।”
“দলের বাকি খেলোয়াড়দের জন্য সে দারুণ এক উদাহরণ। আশা করছি, রোববার সে শুরুর একাদশে থাকবে এবং ভালো খেলবে।”
গ্রিসের বিপক্ষে এই জয়ে ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ ‘বি’ এর দুই নম্বরে গ্রুপে শীর্ষে উঠেছে ইংল্যান্ড। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে তাদের পরেই গ্রিস। গ্রুপ সেরা হয়ে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ রয়েছে দুই দলেরই।