বাংলাদেশ প্রিমিয়ার লিগ
বাংলাদেশ পুলিশ এফসিতে গত বছর খেলা ভেনেজুয়েলার এই ফরোয়ার্ডকে এবারের লিগের দ্বিতীয় পর্বের জন্য নিবন্ধন করিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আবাহনীও দলে নিয়েছে দুই বিদেশিকে।
Published : 28 Feb 2025, 11:24 PM
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব সামনে রেখে দলবদল সেরে নিয়েছে ক্লাবগুলো। মোহামেডান স্পোর্টিং ক্লাব আক্রমণভাগের শক্তি বাড়াতে দলে টেনেছে পূর্বে পুলিশ এফসিতে খেলে যাওয়া ভেনেজুয়েলার ফরোয়ার্ড এদুয়ার্দ মোরিওকে।
তিন নতুন বিদেশি খেলোয়াড় নিবন্ধন করিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপাধারী বসুন্ধরা কিংস; আর্জেন্টাইন ফরোয়ার্ড হুয়ান এদুয়ার্দো লেসকানো, ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাক দাসিয়েল এলিস দস সান্তোস ও ঘানার ফরোয়ার্ড ইভান্স এট্টি। এই তিন জনের মধ্যে লেসকানোর প্রোফাইল সবচেয়ে বেশি ভারি। রেয়াল মাদ্রিদ ও লিভারপুলের মতো বিখ্যাত ক্লাবের যুব দলে খেলেছেন তিনি।
বাংলাদেশের লিগে এর আগে সাইফ স্পোর্টিং ও বসুন্ধরা কিংসে খেলার অভিজ্ঞতা ছিল আসরোর গফুরভের। উজবেকিস্তানের এই ডিফেন্ডারকে আবার ফিরিয়ে এনেছে লিগ চ্যাম্পিয়নরা।
মোহামেডানের আক্রমণভাগের মূল শক্তি সুলেমানে দিয়াবাতে। আক্রমণের শক্তি বাড়াতে মোরিওকে নিয়েছে এ মুহূর্তে লিগ টেবিলে শীর্ষে থাকা দলটি। ২০২২-২৩ মৌসুমে পুলিশের জার্সিতে ১৮ ম্যাচে ৯টি গোল করেছিলেন ভেনেজুয়েলার এই ফরোয়ার্ড, আর ২০২৩-২৪ মৌসুমে ১৫ ম্যাচে জালের দেখা পেয়েছিলেন ৫ বার।
লিগের প্রথম পর্বে স্থানীয় ফুটবলারদের নিয়ে খেলা আবাহনী দলের শক্তি বাড়িয়েছে দুই বিদেশির নিবন্ধন করিয়ে। ২০২০ থেকে ২০২৩ পর্যন্ত আকাশি-নীল জার্সিতে খেলে যাওয়া ব্রাজিলিয়ান রাফায়েল আগুস্তো সান্তোস দি সিলভাকে ফিরিয়েছে তারা। এই মিডফিল্ডারের পাশাপাশি নাইজেরিয়ার ফরোয়ার্ড এমেকা ওগবাহ’র নিবন্ধন সেরেছে আবাহনী।
লিগ টেবিলের নিচের দিকের দল চট্টগ্রাম আবাহনী মাঝমাঠের শক্তি বৃদ্ধি করেছে। প্যারাগুয়ের ২৭ বছর বয়সী ফুটবলার উইলসন মেদিনাকে নিবন্ধন করিয়েছে বন্দরনগরীর দলটি।
লিগ টেবিলে দশম রাউন্ড শেষে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মোহামেডান। ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী। মুকুট ধরে রাখার লড়াই থেকে বেশ পিছিয়ে পড়া বসুন্ধরা কিংস ২০ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।
এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের কারণে লিগের বিরতি চলছে। আগামী ২৫ মার্চ বাছাইয়ের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার পর লিগ ফের শুরু হবে এপ্রিলে।