স্প্যানিশ ফুটবল
ঘরের মাঠে পরের তিন ম্যাচে গ্যালারির অংশ ফাঁকা রাখার পাশাপাশি জরিমানাও দিতে হবে দিয়েগো সিমেওনের দলকে।
Published : 03 Oct 2024, 05:23 PM
চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে ৪-০ গোল বিধ্বস্ত হওয়ার দিনে আরেকটি খারাপ খবর পেয়েছে আতলেতিকো মাদ্রিদ। মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে তাদের সমর্থকরা মাঠে বিভিন্ন বস্তু ছুড়ে মারায়, ঘরের মাঠে পরের তিন ম্যাচে আতলেতিকোকে গ্যালারির কিছু অংশ ফাঁকা রাখার নির্দেশ দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে রোববার লা লিগায় রেয়ালের সঙ্গে নগর প্রতিদ্বন্দ্বীদের ১-১ ড্র ম্যাচে ওই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
ম্যাচের ৬৪তম মিনিটে এদের মিলিতাওয়ের গোলে রেয়াল এগিয়ে যাওয়ার একটু পরই গ্যালারি থেকে কেউ লাইটার ছুড়ে মারেন গোলরবক্ষক থিবো কোর্তোয়ার দিকে। পরে প্লাস্টিক বোতলসহ আরও নানা কিছু ছুড়ে মারা হয়।
প্রাথমিকভাবে ১০ মিনিটের জন্য খেলা বন্ধ করে খেলোয়াড়দের ড্রেসিংরুমে পাঠান রেফারি। তবে ফের খেলা শুরু হয় মিনিট বিশেক পর। পরে আর কোনো বিঘ্ন ঘটেনি। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আনহেল কোররেয়ার গোলে হার এড়ায় আতলেতিকো।
ওই ঘটনার তিন দিনের মাথায়, স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষের পক্ষ থেকে আতলেতিকোকে শাস্তি দেওয়া হয়; মেত্রোপলিতানোর গ্যালারির যে অংশ থেকে বস্তুগুলো ছোড়া হয়েছিল, আগামী তিন ম্যাচে এই অংশ বন্ধ রাখতে হবে।
এছাড়া ৪৫ হাজার ইউরো জরিমানাও গুনতে হবে আতলেতিকোকে। শাস্তির বিরুদ্ধে অবশ্য আপিল করতে পারবে তারা।
লা লিগার ক্লাবটি অবশ্য এরই মধ্যে উক্ত ঘটনায় দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া শুরু করেছে। অপরাধী একজনকে শনাক্ত করে তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে তারা। জড়িত বাকিদেরও চিহ্নিত করার সঙ্গে সঙ্গে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে বলে জানানো হয়েছে।
পরবর্তীতে এমন ঘটনা প্রতিরোধে আরও কিছু পদক্ষেপ নিয়েছে আতলেতিকো। পরিচয় গোপন করা যায় এমন পোশাক পরে দর্শকদের মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে তারা। গ্যালারির ওই অংশে সেদিন এমন কিছু দর্শক দেখা গেছে।
ম্যাচের পর আতলেতিকো কোচ দিয়েগো সিমেওনে বলেন, উশৃঙ্খল দর্শকদের পাশাপাশি তাদেরকে উত্তেজিত করা ফুটবলারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত। এজন্য রেয়াল গোলরক্ষক কোর্তোয়ার দিকে আঙুল তুলে তিনি বলেন, রেয়ালের গোল উদযাপনের ধরন তাতিয়ে দিয়েছিল দর্শকদের। আতলেতিকো অধিনায়ক কোকেও একই অভিযোগ তোলেন।
ওই ড্রয়ের পর আট ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে আছে আতলেতিকো। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে রেয়াল।
২১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।
লিগে নিজেদের পরের ম্যাচে আগামী রোববার রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলবে সিমেওনের দল।