হাঁটুর আরেক চোটে ছিটকে গেছেন দায়ত উপামেকানো, তবে তার অবস্থা সতীর্থের মতো অতটা খারাপ নয়।
Published : 26 Mar 2025, 06:26 PM
মৌসুমের শেষ ভাগে এসে রক্ষণভাগের গুরুত্বপূর্ণ সদস্য আলফুঁস ডেভিসকে হারাল বায়ার্ন মিউনিখ। জাতীয় দলের হয়ে খেলার সময় ডান হাঁটুর চোটে কয়েক মাসের জন্য ছিটকে গেছেন কানাডার এই ডিফেন্ডার।
লেফট-ব্যাক ডেভিসের হাঁটুর এসিএল চোটের খবরটি বুধবার নিশ্চিত করেছে বায়ার্ন। এদিনই তার অস্ত্রোপচার হবে বলেও ওই বিবৃতিতে জানানো হয়েছে।
কনক্যাকাফ নেশন্স লিগের তৃতীয় স্থান নির্ধারণী প্লে-অফে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে দ্বাদশ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ডেভিস। পরে তার দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে যাওয়ার খবর দিল বায়ার্ন।
চলতি মৌসুমে ডেভিসের আর ফেরার সম্ভাবনা নেই। আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় নতুন আঙ্গিকের ফিফা ক্লাব বিশ্বকাপেও তার খেলার সম্ভাবনা অনিশ্চয়তার মুখে। তার এমন সময়ে ছিটকে পড়া দলের জন্য যে অনেক বড় ধাক্কা, তা ফুটে উঠেছে বায়ার্নের ক্রীড়া পরিচালক মাক্স ইবের্লের কণ্ঠে।
“দুর্ভাগ্যবশত, আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে সবসময়ই খেলোয়াড়দের চোট নিয়ে ফেরার একটা ঝুঁকি থাকে…এবার (ডেভিসের চোট) আমাদের বড় আঘাত করেছে।”
রক্ষণে আরেকজনকে হারিয়েছে জার্মানির সফলতম ক্লাবটি; হাঁটুর চোটেই ছিটকে গেছেন দায়ত উপামেকানো। তবে তার অবস্থা সতীর্থের মতো অতটা খারাপ নয়। তবুও ফরাসি এই ডিফেন্ডারের সুস্থ হয়ে উঠতে কয়েক সপ্তাহ লেগে যাবে।
বুন্ডেসলিগায় দ্বিতীয় স্থানে থাকা বায়ার লেভারকুজেনের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে টেবিলের শীর্ষে আছে বায়ার্ন। লিগে আগামী শনিবার তারা সেন্ট পাওলির বিপক্ষে খেলবে। এর ছয় দিন পর তারা লিগেই খেলবে আউক্সবুর্কের মাঠে।
তারপর আগামী ৮ এপ্রিল, চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের মুখোমুখি হবে ছয়বারের ইউরোপ চ্যাম্পিয়নরা।