উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ
পুরস্কার ও ট্রফি বিতরণী অনুষ্ঠান শেষে ফটো-সেশনেও বাংলাদেশ জাতীয় নারী দলের এই কোচ থাকলেন খেলোয়াড়দের থেকে দূরে!
Published : 30 Oct 2024, 10:29 PM
ট্রফি দেওয়া শেষে সবাই যখন ফটোসেশনে ব্যস্ত, তখন দেখা গেল ফ্রেমে নেই পিটার জেমস বাটলার! জাতীয় নারী ফুটবল দলকে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা এনে দেওয়া এই কোচ দাঁড়িয়ে আছেন একটু দূরে। এই ছবিতেই প্রকাশ পেয়ে গেল দলের অন্দরে বয়ে চলা কোন্দলের স্রোত থামাতে পারেনি শিরোপা সাফল্যও। ম্যাচ শেষে কোচ পিটার বাটলারের কথায়ও মিলল তারই প্রমাণ।
কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে বুধবার স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। দুই বছর আগে গোলাম রব্বানী ছোটনের হাত ধরে এ মাঠেই নেপালকে ৩-১ ব্যবধানে হারিয়ে প্রথম এই ট্রফির স্বাদ পেয়েছিল বাংলাদেশ।
দুই বছর পর বাটলারের হাত ধরে সেই মুকুট অক্ষত থাকল; কিন্তু শিরোপা জয়ের পরের দৃশ্যপটগুলো দেখে কারো বুঝতে বাকি থাকেনি, ভেতরের উত্তপ্ত পরিস্থিতি শান্ত হয়নি এখনও।
উদযাপন থেকে দূরে কেন, এ প্রশ্ন করতেই বাটলার যে উত্তর দিলেন, সেখানে তার অভিমান, ক্ষোভ, রাগ, হতাশা যেন একসাথে প্রকাশ পেল।
“এই ট্রফি মেয়েদের উপভোগ করতে দিন, মেয়েদের উপভোগ করতে দিন। আমার উদযাপনের দরকার নেই। এটা আমার শেষ ম্যাচ (মেয়েদের সাথে)। এখন সংবাদ সম্মেলন আছে, আমাকে যেতে দিন।”
প্রাণোচ্ছল হাসির মাঝে ঋতুপর্ণা বললেন, 'ভাবতে পারিনি সেরা খেলোয়াড় হব'