ব্যালন দ’র
পর্তুগিজ মহাতারকার মতে, চ্যাম্পিয়ন্স লিগ জেতায় অন্যদের চেয়ে এগিয়ে ছিলেন রেয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
Published : 28 Dec 2024, 04:25 PM
বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন দ’র নিয়ে নিজের মত জানিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা মনে করছেন, চ্যাম্পিয়ন্স লিগ জেতায় ২০২৪ সালে এই পুরস্কার পাওয়া উচিত ছিল ভিনিসিউস জুনিয়রের।
গত মৌসুমে রেয়াল মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯ ম্যাচে ২৪ গোল করেন ভিনিসিউস। ইউরোপের সফলতম দলটির লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে তিনি রাখেন বড় অবদান।
তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে পেছনে ফেলে গত অক্টোবরে ব্যালন দ’র জিতে নেন রদ্রি। ম্যানচেস্টার সিটির হয়ে এই মিডফিল্ডার ইংলিশ প্রিমিয়ার লিগে জেতেন টানা চতুর্থ শিরোপা। পরে স্পেনের হয়ে জেতেন ইউরো।
ভিনিসিউস পাচ্ছেন না জেনে ব্যালন দ’রের পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করেছিল তার ক্লাব রেয়াল। নিজের সাবেক ক্লাবের মতোই রোনালদো মনে করেন, ভিনিসিউসের হাতে ওঠা উচিত ছিল ব্যালন দ’র। দা গ্লোবো সকার অ্যাওয়ার্ডে অবশ্য তিনি বললেন, পুরস্কার রদ্রিরও প্রাপ্য ছিল।
“নিজেদের ক্যারিয়ার নিয়ে এখন ভিনিসিউস, (জুড) বেলিংহ্যাম, লামিনে (ইয়ামাল) যা করছে, তারা খুব ভালো করছে। আমার মতে গোল্ডেন বল তার (ভিনিসিউস) প্রাপ্য ছিল। এখানে সবার সামনেই বলছি, এটা অন্যায্য হয়েছে।”
“তারা এটা রদ্রিকে দিয়েছে, এটা তারও প্রাপ্য ছিল। তবে আমি মনে করি, চ্যাম্পিয়ন্স লিগ জেতায় এটা ভিনিসিউসকে দেওয়া উচিত ছিল।”
ব্যালন দ’রের ভাগ্য নির্ধারণ হয় ফিফা র্যাঙ্কিংয়ের সেরা ১০০ দেশের সাংবাদিকদের ভোটে, যা দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার জিতেছেন রোনালদো।