চ্যাম্পিয়ন্স লিগ
ছয়বারের ইউরোপ চ্যাম্পিয়নদের চোখে চোখ রেখে লড়াইয়ের বার্তাও দিলেন বায়ার লেভারকুজেন কোচ।
Published : 05 Mar 2025, 05:40 PM
বায়ার্ন মিউনিখের বিপক্ষে কয়েক বছরে যে আধিপত্য দেখাচ্ছে বায়ার লেভারকুজেন, তার রহস্য অনেকটাই হয়তো লুকিয়ে আছে কোচ শাবি আলোন্সোয়। অবিশ্বাস্য এই সাফল্যের পেছনে বিশেষ কোনো রহস্যের কথা উড়িয়ে দিলেন এই স্প্যানিয়ার্ড। সেই সঙ্গে আসছে লড়াইয়ের আগে দলকে সতর্ক করে বললেন, পেছনের ওইসব সাফল্য সামনের ম্যাচে কোনো কাজে আসবে না।
রেয়াল মাদ্রিদের বয়সভিত্তিক ও রেয়াল সোসিয়েদাদের ‘বি’ দলকে কোচিং করানোর পর লেভারকুজেনেই প্রধান কোচ হিসেবে যাত্রা শুরু হয় আলোন্সোর। ২০২২ সালের অক্টোবরে ক্লাবটিতে পাড়ি দেন তিনি এবং সেই থেকে দলটিকে আর হারাতে পারেনি জায়ান্ট বায়ার্ন।
আলোন্সোর হাত ধরে বায়ার্নের সঙ্গে সবশেষ ছয়বারের মুখোমুখি লড়াইয়ে তিনটিতে জিতেছে লেভারকুজেন, বাকি তিনটি হয়েছে ড্র।
দারুণ এই পথচলায় এবার জার্মানির সফলতম ক্লাবের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হতে যাচ্ছে লেভারকুজেন। শেষ ষোলোর প্রথম লেগ বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায়, লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়।
আগের দিন আলোন্সোর সংবাদ সম্মেলনে ওঠে বায়ার্নের মতো দলের বিপক্ষে এমন দাপুটে ও ধারাবাহিক পারফরম্যান্সের প্রসঙ্গ। উত্তরে সাবেক এই মিডফিল্ডার দলকে যেন সতর্ক করে দিতে চাইলেন, পেছনে পড়ে থাকলে লাভের লাভ কিছু হবে না।
“(পুরোনো সাফল্যে তার) কোনো রহস্য নেই। বায়ার্নের বিপক্ষে আগের ম্যাচগুলোর কোনো প্রভাব আগামীকালকের (বুধবার) লড়াইয়ে থাকবে না। পুরোনো সাফল্যগুলো নতুন করে কিছু বয়ে আনবে না।”
“আগামীকালকেরটা পরবর্তী ম্যাচ। এটাই সবসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ। অবশ্যই, আমরা জানি এটা চ্যাম্পিয়ন্স লিগ, বুন্ডেসলিগার চেয়ে আলাদা। প্রথম ম্যাচটি মিউনিখে এবং আমরা খুব কঠিন এক লড়াইয়ের প্রত্যাশা করছি।”
গত মৌসুমে অপরাজিত থেকে বুন্ডেসলিগার ট্রফি জয়ী লেভারকুজেনের এবারের লিগে পথচলা অবশ্য ভালো যাচ্ছে না। ২৪ রাউন্ড শেষে টেবিলের শীর্ষে থাকা বায়ার্নের চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে দুইয়ে আছে তারা।
তবে আসরের দুই মুখোমুখি লড়াইয়ে ঠিকই বায়ার্নকে আটকে রাখতে সক্ষম হয় আলোন্সোর দল। এই দুই ম্যাচের মাঝে গত ডিসেম্বরে জার্মান কাপের শেষ ষোলোয় লেভারকুজেনের বিপক্ষে হেরেই বিদায় নেয় বায়ার্ন।
এরপরও অতি আত্মবিশ্বাসী হওয়ার সুযোগ দেখছেন না আলোন্সো। কারণ চ্যাম্পিয়ন্স লিগে প্রতিপক্ষের দুর্দান্ত ইতিহাস। ইউরোপ সেরার প্রতিযোগিতায় ছয়বার চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন, সেখানে লেভারকুজেনের এখানে সর্বোচ্চ সাফল্য দুই যুগ আগে একবার রানার্সআপ হওয়া।
প্রবল প্রতিপক্ষের প্রতি তাই শ্রদ্ধার কমতি নেই আলোন্সোর।
“তাদের দারুণ একটি মৌসুম কাটছে এবং আমরাও ভালো অবস্থায় আছি। আগামীকাল খুব, খুব কঠিন লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত এবং আগামী সপ্তাহের জন্যও। প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে এবং ভালো একটি ম্যাচ খেলতে আমরা এখানে এসেছি।”