চ্যাম্পিয়ন্স লিগ
শাবি আলোন্সো বললেন, বায়ার্ন মিউনিখের মাঠে তিক্ত এক সন্ধ্যা কেটেছে বায়ার লেভারকুজেনের।
Published : 06 Mar 2025, 03:36 PM
লম্বা সময়ের মধ্যে বায়ার্ন মিউনিখের বিপক্ষে প্রথম হারে ইউরোপ সেরার মঞ্চ থেকে বিদায়ের শঙ্কায় বায়ার লেভারকুজেন। তবে হাল ছাড়ছেন না কোচ শাবি আলোন্সো। ফিরতি লেগে ঘরের মাঠে মিরাকলের স্বপ্ন দেখছেন তিনি। তবে একই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন, গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার পক্ষেও আসতে হবে, এবার যেগুলোর বেশিরভাগ গেছে বায়ার্নের পক্ষে।
আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার রাতে ৩-০ গোলে হেরেছে লেভারকুজেন। হ্যারি কেইনের দুই গোলের মাঝে একবার জালে বল পাঠিয়েছেন জামাল মুসিয়ালা।
জার্মান চ্যাম্পিয়নদের জন্য হতাশার এক রাত কেটেছে মিউনিখে। ২০২২ সালে আলোন্সো কোচ হয়ে আসার পর এই প্রথম বায়ার্নের বিপক্ষে হেরেছে লেভারকুজেন।
ম্যাচ শেষে ডিএজেডএনের সঙ্গে আলাপচারিতায় বড় হারের জন্য গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার বিপক্ষে যাওয়ার দায় দিলেন আলোন্সো।
“দ্বিতীয় গোল, লাল কার্ড আর পেনাল্টি- সবই গেছে বায়ার্নের পক্ষে। আর সে কারণেই আমরা এই ফল পেয়েছি।”
“এটা আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে আমাদের পরিণত পারফরম্যান্স দেখাতে হবে। ভুল আর খুঁটিনাটি গুরুত্বপূর্ণ তবে এই সন্ধ্যা আমাদের জন্য ছিল তিক্ত। এক গোল কম বা বেশি অনেক বড় পার্থক্য গড়ে দিতে পারে।”
গোলরক্ষকের মারাত্মক ভুলে ৫৪তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে লেভারকুজেন। জসুয়া কিমিখের ক্রস মাতেই কোভারের আয়ত্ত্বেই ছিল, কিন্তু লাফিয়ে বলে হাত ছোঁয়ালেও ধরতে পারেননি তিনি। পেছনেই থাকা মুসিয়ালা আলগা বল হালকা টোকায় জালে পাঠান।
কিছুক্ষণ পর লেভারকুজেনের ঘুরে দাঁড়ানোর আশায় বড় চোট লাগে। কিংসলে কোমানকে পেছন থেকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার নর্দি মুকিয়েলে।
৭৫তম মিনিটে সফল স্পট কিকে বায়ার্নকে জয়ের পথে এগিয়ে নেন কেইন। ডি-বক্সে তাকে ডিফেন্ডার এডমন্ড ফাউল করলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি।
বায়ার্নের বিপক্ষে তিন গোলের পার্থক্য ঘুচানো যে কোনো দলের জন্যই কঠিন। তবে আগামী মঙ্গলবার ফিরতি লেগ ঘরের মাঠে বলে আশায় আছেন আলোন্সো।
“আমরা দেখেছি ফুটবলে সবসময়ই বড় বড় মিরাকল ঘটে। আর প্রায় তেমন একটাই আমাদের প্রয়োজন। আমরা দেখব কী ঘটে… এটা ফুটবল, এবারই প্রথম ঘটবে না আর এখনও ঘরের মাঠে একটি ম্যাচ আছে।”
জয়ের আনন্দে ভেসে যাচ্ছেন না বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি। ফিরতি লেগে নজর রাখছেন তিনি।
“এটা কেবলই প্রথম অংশ। এখনও আমাদের দ্বিতীয় ম্যাচ খেলতে হবে। পুরো মনোযোগ ধরে রাখছি যেন পরের ম্যাচেও আমরা ভালো খেলতে পারি।”
“আমরা শান্ত আছি, আমরা সবসময়ই প্রয়োজনীয় প্রতিক্রিয়া দেখাই এবং দেখাই যে সামনে যা আছে তার জন্য আমরা প্রস্তুতি। আর এটা অব্যাহত থাকবে।”