হুলিয়ান আলভারেসের বিশ্বাস, লিওনেল মেসি দলে থাকলে ব্রাজিলের জালে ছয়-সাত গোল দিতে পারত আর্জেন্টিনা।
Published : 27 Mar 2025, 11:29 AM
মাঠে যা হয়েছে, এমনিতেই তা ব্রাজিলের জন্য যথেষ্ট বিব্রতকর। চার-চারটি গোল হজম করতে হয়েছে। সেটিও চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে। প্রতিপক্ষকে এমন তেদো স্বাদ দেওয়ার পরও যেন ঠিক মন ভরেনি হুলিয়ান আলভারেসের। এই ম্যাচে গোল উৎসবের সূচনা করা ফরোয়ার্ড বলছেন, লিওনেল মেসি খেলতে পারলে আরও বড় হতে পারত ব্যবধান।
বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচে বাংলাদেশ সময় বুধবার সকালে ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করে আর্জেন্টিনা। ম্যাচের আগে ব্রাজিলের দিক থেকে হুঙ্কার ছুড়েছিলেন রাফিনিয়াসহ কয়েকজন তারকা। কিন্তু তাদের গর্জন শেষ পর্যন্ত মাঠে বর্ষণ হয়ে নামেনি। বিশ্বকাপ বাছাইয়ে প্রথমবারের মতো চার গোল হজমের অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতা তাদের হয়েছে।
গোটা ম্যাচে আর্জেন্টিনার আগ্রাস, ধ্রুপদি ও উজ্জীবিত ফুটবলের সামনে ব্রাজিলকে বলতে গেলে খুঁজেই পাওয়া যায়নি। কখনও কখনও ব্রাজিলকে স্রেফ পাড়ার দল বানিয়ে ছেড়েছে লিওনেল স্কালোনির দল।
এমন মাস্টারক্লাস পারফরম্যান্স আর্জেন্টিনা মেলে ধরেছে অধিনায়ক ও জাদুকর লিওনেল মেসিকে ছাড়াই। লাউতারো মার্তিনেস, পাউলো দিবালার মতো তারকাও ছিলেন না দলে। তবে মেসি তো মেসিই। তিনি থাকলে আর্জেন্টিনা আরও কত ভালো করতে পারত, সেই কৌতূহলও মিশে ছিল আর্জেন্টিনার জয়চ্ছ্বাসে।
ম্যাচের পর এই প্রশ্নের উত্তরটা সরাসরিই দিলেন আলভারেস, “মেসি থাকলে আমরা হয়তো আরও দুই-তিনটি গোল করতে পারতাম।”
মিডফিল্ডার রদ্রিগো দে পল সুর মিলিয়েছেন একই তালে, “আমাদের দলের সেরাটা সবসময় পাওয়া যায় যখন ১০ নম্বর (মেসি) খেলে। কারণ সে সর্বকালের সেরা।”
চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ের এবারের উইন্ডোতে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি মেসি। তবে দুটি ম্যাচেই জিতেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। এই অঞ্চল থেকে সবার আগে আগামী বছরের বিশ্বকাপে খেলা নিশ্চিতও করেছে গত দুটি কোপা আমেরিকার শিরোপাজয়ী দলটি।