বাংলাদেশ প্রিমিয়ার লিগ
টানা তিন জয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চূড়ায় রয়েছে মোহামেডান।
Published : 14 Dec 2024, 08:45 PM
বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরুতেই বড় দুই দলকে হারিয়ে অনেকটা এগিয়ে গেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। বসুন্ধরা কিংসের পর আবাহনীকে হারাল তারা।
চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ১-০ গোলে জিতেছে মোহামেডান। দিনের অন্য ম্যাচে সহজ জয় পেয়েছে শিরোপাধারী বসুন্ধরা; রহমগঞ্জকে ৪-১ গোলে হারিয়েছে তারা।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শনিবার ব্যবধান গড়ে দিয়েছেন সুলেমান দিয়াবাতে। যোগ করা সময়ে মোহাম্মদ রাকিবের ক্রসে খুব কাছ থেকে জাল খুঁজে নেন তিনি।
বিদেশি ফুটবলার ছাড়া এই আসরে খেলা আবাহনীর এটাই প্রথম হার।
কিংস অ্যারেনায় দশম মিনিটে জোনাথন ফের্নান্দেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। চার মিনিট পর দর্শনীয় ফ্রি কিকে সমতা ফেরান নাবীব নেওয়াজ জীবন।
প্রথমার্থের শেষ দিকে সফল স্পট কিকে ফের কিংসকে এগিয়ে নেন মিগেল ফিগুয়েইরা।
৫৩তম মিনিটে ব্যবধান বাড়ান মোহাম্মদ সোহেল রানা। ৭৬তম মিনিটে দলকে তিন গোলের ব্যবধানে এগিয়ে নেন তপু বর্মন।