সেরি আ
লিগে তিন ম্যাচ পর জয়ের স্বাদ পেল তুরিনের দলটি।
Published : 19 Jan 2025, 01:25 AM
প্রথমার্ধের বিবর্ণতা কাটিয়ে পাঁচ মিনিটের মধ্যে দুইবার বল জালে পাঠাল ইউভেন্তুস। এসি মিলানকে হারিয়ে লিগ টেবিলে শীর্ষে চারে জায়গা করে নিল তুরিনের দলটি।
ঘরের মাঠে শনিবার রাতে সেরি আর ম্যাচটি ২-০ গোলে জিতেছে ইউভেন্তুস। একটি করে গোল করেছেন সামুয়েল এমবাঙ্গুলা ও টিম ওয়েহ।
লিগে টানা তিন ম্যাচে পয়েন্ট হারানোর পর জয়ের স্বাদ পেল তারা। সবশেষ ৯ ম্যাচে তাদের জয় কেবল দুটি, বাকি সাতটিই ড্র।
২১ ম্যাচে ৮ জয় ও ১৩ ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে চারে উঠেছে ইউভেন্তুস। ২০ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে আটে আছে মিলান।
গোলশূন্য প্রথমার্ধের পর ৫৯তম মিনিটে দলকে এগিয়ে নেন এমবাঙ্গুলা। বক্সের ভেতর থেকে বেলজিয়ান উইঙ্গারের ডান পায়ের শট প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পায়ে লেগে জালে জড়ায়।
৬৪তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন ওয়েহ। সতীর্থের থ্রু বল ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন যুক্তরাষ্ট্রের এই উইঙ্গার, যিনি ১৯৯৫ সালের ব্যালন দ’র জয়ী ও লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট জর্জ ওয়েহর ছেলে।