বায়ার্ন মিউনিখ হেরে যাওয়ার দিনে নিজেদের ম্যাচে জিতে ইতিহাস.গড়া থেকে এক জয় দূরে পৌঁছে গেছে বায়ার লেভারকুজেন।
Published : 06 Apr 2024, 10:13 PM
ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া বায়ার্ন মিউনিখ আরও একবার পথ হারাল। হেরে গেল বুন্ডেসলিগায় অভিষিক্ত হেইডেনহাইমের বিপক্ষে। একই সময়ে মাঠে গড়ানো আরেক ম্যাচে জয়োল্লাসে ভাসল বায়ার লেভারকুজেন। তাতে ইতিহাসে প্রথমবারের মতো লিগ শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেল শাবি আলোন্সোর দল।
জার্মানির শীর্ষ লিগে শনিবার হেইডেনহাইমের মাঠে দুই গোলে এগিয়ে গিয়ে দ্বিতীয়ার্ধে পথ হারায় বায়ার্ন, হেরে যায় ৩-২ ব্যবধানে। আর ইউনিউন বার্লিনের মাঠে ১-০ গোলে জয় পায় লেভারকুজেন।
এতে লিগ টেবিলে বায়ার্নের চেয়ে ১৬ পয়েন্টে এগিয়ে গেছে লেভারকুজেন। বাকি ছয় রাউন্ডে একটি জয় পেলেই শিরোপা জয় নিশ্চিত হয়ে যাবে তাদের।
২৮ ম্যাচে ২৪ জয় ও ৪ ড্রয়ে লেভারকুজেনের পয়েন্ট ৭৬। সমান ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৬০।
বার্লিনে ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছড়ায় লেভারকুজেন। অনেক সুযোগও তৈরি করে তারা। তবে গোল পেতে তাদের অপেক্ষা করতে হয় প্রথমার্ধের শেষ পর্যন্ত; অবশেষে এই অর্ধের যোগ করা সময়ে একমাত্র গোলটি করেন ২০ বছর বয়সী জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান ভিরৎজ।
বিস্ময়কর ছন্দে ছুটে চলা লেভারকুজেন এই জয়ে স্পর্শ করল বুন্ডেসলিগায় এক মৌসুমের শুরু থেকে টানা সর্বোচ্চ ২৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। কোচ পেপ গুয়ার্দিওলার হাত ধরে ২০১৫-১৬ মৌসুমে রেকর্ডটি গড়েছিল বায়ার্ন।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৪১টি ম্যাচ খেলেছে লেভারকুজেন, হারেনি একটিতেও। ২০১১-১২ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি গড়েছিল ইউভেন্তুস।
আগামী সপ্তাহে ভার্ডার ব্রেমেনের বিপক্ষে হার এড়াতে পারলেই রেকর্ডটি ছুঁয়ে ফেলবে লেভারকুজেন, সঙ্গে গড়বে বুন্ডেসলিগায় এক মৌসুমে শুরু থেকে টানা সর্বাধিক ম্যাচে অপরাজিত থাকার নতুন রেকর্ড।
আর আসছে ম্যাচটি জিততে পারলে একই সঙ্গে তারা উঁচিয়ে ধরবে বুন্ডেসলিগার ট্রফি।
অন্যদিকে, গত ১১ মৌসুমের লিগ চ্যাম্পিয়ন বায়ার্নের শিরোপা ধরে রাখার আশা কার্যত শেষ হয়ে গেছে আগেই। গত সপ্তাহে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে হারের পর দলটির কোচ টমাস টুখেলও তা মেনে নেন।
তবে মৌসুমে তাদের শিরোপা জয়ের আশা এখনও আছে, চ্যাম্পিয়ন্স লিগে। ইউরোপ সেরার মঞ্চেই আগামী মঙ্গলবার কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে আর্সেনালের বিপক্ষে খেলবে মিউনিখের দলটি। মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে হেইডেনহাইমের বিপক্ষে এই হার তাদের জন্য অনেক বড় ধাক্কা।
এদিন ম্যাচের শুরুটা অবশ্য দারুণ করেছিল বায়ার্ন। হ্যারি কেইন ও সের্গে জিনাব্রির গোলে ২-০ স্কোরলাইনে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।
কিন্তু দ্বিতীয়ার্ধ শুরু হতেই গোল খেয়ে বসে তারা, ৫০তম মিনিটে গোলটি করেন কেভিন সিমোনে। পরের মিনিটেই আবার বায়ার্নের জালে বল পাঠান জার্মান ফরোয়ার্ড টিম।
পরপর দুই মিনিটে দুই গোল হজমের ধাক্কা আর সামলে উঠতে পারেনি বুন্ডেসলিগার রেকর্ড চ্যাম্পিয়নরা। ৭৯তম মিনিটে টিমের দ্বিতীয় গোলে স্মরণীয় জয় তুলে নেয় হেইডেনহাইম।
দারুণ এই জয়ে ২৮ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দশম স্থানে উঠে এসেছে হেইডেনহাইম।