‘খারাপ সময়ে’ জোড়া গোল করে উচ্ছ্বসিত ফোডেন

সামনে ম্যানচেস্টার সিটির হয়ে আরও বেশি ম্যাচ টাইমিং চান ইংলিশ মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্ক
Published : 1 March 2023, 01:31 PM
Updated : 1 March 2023, 01:31 PM

মৌসুমে শুরুটা বেশ ভালো করেছিলেন ফিল ফোডেন। আর্লিং হলান্ডের সঙ্গে জমে উঠেছিল তার জুটি। পরে চোটের আঘাত এবং ফর্মহীনতা মিলিয়ে দলে অনিয়মিত হয়ে পড়েন তিনি। তবে সম্প্রতি নিজেকে ফিরে পাওয়ার আভাস দিয়েছেন এই মিডফিল্ডার। এফএ কাপে ব্রিস্টল সিটির বিপক্ষে জোড়া গোল করে দলের জয়ে অবদান রাখতে পেরে দারুণ খুশি ম্যানচেস্টার সিটির এই ফুটবলার।

এফএ কাপের পঞ্চম রাউন্ডের ম্যাচে গত মঙ্গলবার ব্রিস্টলকে ৩-০ গোলে হারায় পেপ গুয়াদিওলার দল। সপ্তম ও ৭৪তম মিনিটে গোল করেন ফোডেন। দলের তৃতীয় গোলটি করেন কেভিন ডে ব্রুইনে। 

এফএ কাপে সিটির জার্সিতে ১৮ ম্যাচে ১৫টি গোলে সরাসরি অবদান রাখলেন ফোডেন (১০ গোল ও পাঁচটি অ্যাসিস্ট)। সব প্রতিযোগিতা মিলিয়ে এনিয়ে নিজের সবশেষ দুই ম্যাচে তিন বার জালের দেখা পেলেন ২২ বছর বয়সী এই ফুটবলার। ইংলিশ প্রিমিয়ার লিগে গত শনিবার বোর্নমাউথের বিপক্ষে একটি গোল করেন তিনি। ম্যাচটি সিটি জেতে ৪-১ গোলে।

বোর্নমাউথের বিপক্ষে গোলটি গত নভেম্বরের পর লিগে ফোডেনের প্রথম গোল। নভেম্বর থেকে পায়ের চোটের কারণে দলে জায়গা পেতে ও খেলার জন্য সংগ্রাম করতে হচ্ছিল গত দুই মৌসুম প্রিমিয়ার লিগের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জেতা এই ফুটবলারের। 

ব্রিস্টল ম্যাচের পর আইটিভি স্পোর্টের সঙ্গে আলাপচারিতায় ফোডেন বলেন, মাঠের বাইরে থাকার সময়টা খুব কঠিন ছিল তার জন্য।

“আমি আমার পায়ে এখন অনেক ভালো অনুভব করছি। আমি এখন শতভাগ ফিট এবং স্বচ্ছন্দ বোধ করছি, তাই আশা করি দলে এখন নিয়মিত হতে পারব এবং যতটা সম্ভব সাহায্য করতে পারব।” 

“মাঝের সময়টা আমার ক্যারিয়ারের সবচেয়ে খারাপ মুহূর্তগুলোর একটি, অবশ্য সবাইকেই কখনও এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। কঠিন সময়ে আপনি কীভাবে প্রতিক্রিয়া দেখাবেন, সেটা গুরুত্বপূর্ণ। পায়ে অস্বস্তি বোধ, খুব বেশি খেলার সুযোগ না পাওয়া... আমি ফুটবল খেলতে ভালোবাসি এবং যখন আমি তা পারি না, তখন কিছুটা হতাশ থাকি।”