ইংলিশ ফুটবল
স্লট লিভারপুলের দায়িত্ব নেওয়ায় চুক্তির বাকি সময়টা এই ক্লাবেই কাটাতে চান অধিনায়ক ভার্জিল ফন ডাইক।
Published : 28 May 2024, 04:03 PM
আর্না স্লট লিভারপুলের দায়িত্ব নেওয়ায় বদলে গেছে ভার্জিল ফন ডাইকের ভাবনা। ইংলিশ ক্লাবটিতে থাকা নিয়ে অনিশ্চয়তায় পড়া নেদারল্যান্ডসের এই ডিফেন্ডার নিশ্চিত করেছেন, চুক্তির বাকি সময়টা এখানেই থাকছেন তিনি। বলেছেন, স্বদেশি স্লটের কোচিংয়ে খেলতে উন্মুখ হয়ে আছেন তিনিসহ লিভারপুলের অন্যান্য ডাচ ফুটবলাররা।
এই বছরের শুরুতে ইয়ুর্গেন ক্লপ মৌসুম শেষে লিভারপুল ছাড়ার ঘোষণা দেওয়ার পর ক্লাবটিতে নিজের ভবিষ্যৎ নিয়ে কিছুটা দ্বিধায় পড়ে যান ফন ডাইক। পরে যদিও তার ভাবনায় বদলে আসে। ক্লপ-পরবর্তী লিভারপুলের অংশ হওয়ার ইচ্ছার কথা বলেন দলটির অধিনায়ক।
ক্লপের উত্তরসূরি হিসেবে প্রথমদিকে সম্ভাব্য কয়েকজনের নাম শোনা গেলেও, পরে স্লটের দিকে মনোযোগ দেয় লিভারপুল। ফেইনুর্দে দারুণ সফল তিনটি মৌসুম কাটানো এই ডাচ কোচও প্রকাশ করেন আগ্রহ।
তাকে কোচ হিসেবে পেতে চেয়েছিলেন ফন ডাইকও। তিনি বলেছিলেন, স্লটের ফুটবল দর্শন এবং দল পরিচালনার কৌশল লিভারপুলের সঙ্গে মানানসই। শেষ পর্যন্ত কদিন আগে ৪৫ বছর বয়সী এই কোচকে দায়িত্ব দেয় লিভারপুল।
স্বদেশি কোচের সঙ্গে এরই মধ্যে কথা হয়েছে ফন ডাইকের। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলতে এখন নেদারল্যান্ডস দলের সঙ্গে আছেন তিনি। সেখানেই সোমবার বলেছেন, স্লটের কোচিংয়ে পরের মৌসুমে খেলতে মুখিয়ে থাকার কথা।
“আমার চুক্তির এখনও এক বছর বাকি আছে। আমি ক্লাবের অধিনায়ক এবং এটা পরিষ্কার করে দিয়েছি যে, আমি নতুন কোচের জন্য আছি এবং আগামী মৌসুমে তার কোচিংয়ে খেলতে উৎসাহী। অবশ্যই অনেক পরিবর্তন আসবে। তবে আমি আত্মবিশ্বাসী যে, এর থেকেই বড় সাফল্য আনব আমরা।”
“অবশ্যই তাকে অভিনন্দন জানিয়েছি এবং তার ও তার পরিবারের জন্য আমি সত্যিই খুশি। আমরা দল ও ভবিষ্যৎ নিয়ে কথা বলেছি। তবে এখন আমার পুরো মনোযোগ জাতীয় দলের দিকে।”
গত অগাস্টে বায়ার্ন মিউনিখ ছেড়ে লিভারপুলে যোগ দেন রায়ান খাফেনবেখ। এই ডাচ মিডফিল্ডারের মতে, কোচ হিসেবে নিজের সামর্থ্য ফেইনুর্দে এরই মধ্যে প্রমাণ করেছেন স্লট।
“আমি মনে করি, তিনি আমার ক্যারিয়ারের জন্য ভালো হতে পারেন। তিনি এমন একজন কোচ, যে ভালো ফুটবল খেলতে চায়।”
আগামী ১ জুন লিভারপুলের দায়িত্ব নেবেন স্লট। গণমাধ্যমের খবর, তার সঙ্গে তিন বছরের চুক্তি করেছে অ্যানফিল্ডের দলটি।