রোনালদোকে ছাড়িয়ে মেসির রেকর্ড

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন আর্জেন্টাইন মহাতারকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2023, 09:14 PM
Updated : 27 May 2023, 09:14 PM

অনেক প্রাপ্তির এক মৌসুমের শেষটায় লিওনেল মেসির হাতে ধরা দিল আরও দারুণ কিছু অর্জন। ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়িয়ে এই মহাতারকা গড়লেন ইউরোপের শীর্ষ পাঁচ লিগের হিসাবে সর্বোচ্চ গোলের রেকর্ড।

পর্তুগিজ মহাতারকা রোনালদো ৪৯৫ গোল করেছিলেন ৬২৬ ম‍্যাচে। আর্জেন্টাইন জাদুকর তাকে ছাড়িয়ে গেলেন কেবল ৫৭৭ ম‍্যাচে।

চার ম‍্যাচ ধরে গোল পাননি মেসি। তার ‘খরা’ কাটানো গোল দিয়েই পিএসজি জিতল লিগ ওয়ানে রেকর্ড ১১তম শিরোপা।

১০টি লা লিগা শিরোপা জয়ী মেসির এটি সব মিলিয়ে ১২তম লিগ শিরোপা। তার চেয়ে বেশি লিগ জিতেছেন কেবল রায়ান গিগস- ১৩টি।

এবারের লিগ ওয়ানের শিরোপা জিতে এক সময়ের সতীর্থ দানি আলভেসের পাশে বসলেন মেসি। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের মতো আর্জেন্টাইন মহাতারকারও শিরোপা হলো ৪৩টি।

পিএসজির হয়ে লিগ ওয়ানে দুই আসর মিলিয়ে এখন পর্যন্ত ৫৭ ম‍্যাচে ২২ গোল করেছেন মেসি। বার্সেলোনায় দীর্ঘ ক‍্যারিয়ারে লা লিগায় ৫২০ ম‍্যাচে তিনি করেন ৪৭৪ গোল। যা এক ক্লাবে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোলের রেকর্ডও।

বর্তমানে সৌদি আরবের শীর্ষ লিগে খেলা রোনালদো ক‍্যারিয়ার শুরু করেন স্পোর্তিং সিপির হয়ে। সেরা সময় কাটান রিয়াল মাদ্রিদে, লা লিগায় দলটির হয়ে ২৯২ ম‍্যাচে করেন ৩১১ গোল।

ইউভেন্তুসের হয়ে সেরি আয় চার মৌসুমে রোনালদো ৯৮ ম‍্যাচ খেলে করেন ৮১ গোল। দুই দফায় ম‍্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২৩৬ ম‍্যাচে ১০৩ গোল করে ওই চূড়ায় উঠেছিলেন তিনি।

লিগ ওয়ানের শেষ রাউন্ড দিয়ে পিএসজির সঙ্গে শেষ হচ্ছে মেসির চুক্তির মেয়াদ। অনেক জল্পনা-কল্পনা থাকলেও এখনও ভবিষ‍্যৎ নিয়ে কিছু বলেননি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

শৈশবের ক্লাব বার্সেলোনায় ফেরার কথাই শোনা যাচ্ছে বেশি। পিএসজিতে থেকে গেলে কিংবা কাম্প নউয়ে ফেরার গুঞ্জন সত্যি হলে তার সামনে সুযোগ থাকবে প্রথম খেলোয়াড় হিসেবে পাঁচশ গোলের মাইলফলক স্পর্শ করার।