স্প্যানিশ ফুটবল
খেলোয়াড়দের শৃঙ্খলার বিষয়ে বার্সেলোনার সাবেক ও বর্তমান কোচের পার্থক্য তুলে ধরলেন মিডফিল্ডার পেদ্রি।
Published : 07 Nov 2024, 09:44 PM
দলে শৃঙ্খলার প্রশ্নে কঠোর পদক্ষেপ নিতে দেখা যায় অনেক কোচকেই। বার্সেলোনা মিডফিল্ডার পেদ্রি যেমন বললেন, অনুশীলন কিংবা টিম মিটিংয়ে কেউ দেরি করলে তাকে জরিমানা করতেন আগের কোচ শাভি এর্নান্দেস। এক্ষেত্রে বর্তমান কোচ হান্সি ফ্লিকের পদ্ধতি আবার ভিন্ন। কোনো খেলোয়াড় দেরিতে আসলে পরের ম্যাচে তাকে শুরুর একাদশ থেকে বাদ দেন এই জার্মান কোচ।
স্প্যানিশ এক টেলিভিশন অনুষ্ঠানে সম্প্রতি ২১ বছর বয়সী পেদ্রি জানান, কেউ দেরিতে আসলে প্রতি মিনিটের জন্য এক হাজার ইউরো জরিমানা করতেন শাভি। দেরি করা প্রতিটি মিনিটের জন্য জরিমানা হতো দ্বিগুণ।
“প্রত্যেক কোচের শাস্তি দেওয়ার আলাদা ধরন আছে। শাভির সময়ে প্রতি মিনিটের জন্য দ্বিগুণ জরিমানা করা হতো। জরিমানা থেকে প্রাপ্ত অর্থ খাবারের জন্য ব্যবহার করা হতো এবং সাধারণত আমরা তা অ্যাসোসিয়েশনগুলোতে দান করতাম। ফ্লিকের সময়ে বিষয়টা আর সেরকম নয়, যদি কেউ দেরি করে তাহলে সে খেলবে না। আমার কাছে না খেলাটা আরও কষ্টের। (জুল) কুন্দের ক্ষেত্রে এটিই হয়েছিল আলাভেসের বিপক্ষে।”
এবার লা লিগায় আলাভেসের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ওই ম্যাচে শুরুর একাদশ থেকে কুন্দেকে বাইরে রাখেন ফ্লিক। তাকে বেঞ্চে রেখে এক্তর ফোর্তকে খেলানো হয়। ফরাসি ডিফেন্ডারকে দ্বিতীয়ার্ধে বদলি নামান বার্সেলোনা কোচ।
ক্লাবের সাবেক মিডফিল্ডার শাভির কোচিংয়ে গত মৌসুম শিরোপাহীন কাটে বার্সেলোনার। তাকে বরখাস্ত করে দায়িত্ব দেওয়া হয় ফ্লিককে। জার্মানি ও বায়ার্ন মিউনিখের সাবেক কোচের হাত ধরে চলতি মৌসুমে দারুণ ছন্দে আছে কাতালান দলটি।
লা লিগায় ১২ ম্যাচের ১১টি জিতে ৩৩ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে শীর্ষে। এই ১২ ম্যাচে তারা গোল করেছে ৪০টি। চ্যাম্পিয়ন্স লিগে হারে শুরুর পর টানা তিন ম্যাচ জিতেছে তারা বড় ব্যবধানে। এখানে চার ম্যাচে তাদের গোল ১৫টি।