লা লিগা
প্রথমার্ধে জোড়া গোল করলেন রবের্ত লেভানদোভস্কি, বদলি নেমে দুবার জালে বল পাঠালেন পাবলো তোরে।
Published : 21 Oct 2024, 03:02 AM
আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে যেখানে শেষ করেছিলেন, ক্লাবে ফিরে সেখান থেকেই যেন শুরু করলেন রবের্ত লেভানদোভস্কি। এবার জোড়া গোলের আলো ছড়ালেন তিনি। বদলি নেমে দুবার জালের দেখা পেলেন পাবলো তোরেও। দাপুটে ফুটবলে সেভিয়াকে উড়িয়ে ক্লাসিকোর আগে লিগ টেবিলে রেয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান ফের বাড়াল বার্সেলোনা।
অলিম্পিক স্টেডিয়ামে রোববার রাতে লা লিগার ম্যাচটি ৫-১ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল।
প্রথমার্ধে লেভানদোভস্কির দুটি গোলের মাঝে একটি করেন পেদ্রি। শেষ দিকে তোরের জোড়া গোলের মাঝে একটি শোধ করেন সেভিয়ার ইদুম্বো।
আগের দিন সেল্তা ভিগোকে হারিয়ে পয়েন্টের হিসাবে বার্সেলোনার পাশে বসেছিল রেয়াল। ফের দুই দলের ব্যবধান দাঁড়াল ৩ পয়েন্টের।
১০ ম্যাচে ৯ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে শিরোপাধারী রেয়াল।
ম্যাচ শুরুর আগে লা লিগার গত মাসের সেরা খেলোয়াড়ের ট্রফি লামিনে ইয়ামালের হাতে তুলে দেন রাফিনিয়া। জাতীয় দলের হয়ে পাওয়া চোট কাটিয়ে শুরুর একাদশেই নামেন ইয়ামাল।
নবম মিনিটে ম্যাচের প্রথম উল্লেখযোগ্য সুযোগটি পায় সেভিয়া। ডান দিক দিয়ে বল ধরে বক্সে ঢুকে উড়িয়ে মেরে হতাশ করেন লুকবাকিও।
বল দখলে একচেটিয়া আধিপত্য করলেও শুরুতে আক্রমণে অতটা ধারাল হতে পারছিল না বার্সেলোনা। ২২তম মিনিটে রাফিনিয়াকে সেভিয়ার ফের্নান্দেস বক্সে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট-কিকে দলকে এগিয়ে নেন লেভানদোভস্কি।
গোল পাওয়ার পর বিধ্বংসী হয়ে ওঠে বার্সেলোনা। ২৮তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে পেদ্রির দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা। মাঝমাঠ থেকে লেভানদোভস্কির বাড়ানো বল ধরে ডান দিক দিয়ে বক্সে ঢুকে পাস দেন ইয়ামাল আর ছুটে গিয়ে প্রথম স্পর্শে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি।
৩৬তম মিনিটে আরেকটি দারুণ পাল্টা আক্রমণ শাণায় বার্সেলোনা। ইয়ামালের পাসে বক্সে লেভানদোভস্কির শট এগিয়ে এসে রুখে দেন সেভিয়ার গোলরক্ষক।
পরের মিনিটেই নিজের দ্বিতীয় গোলের দেখা পেয়ে যান লেভানদোভস্কি। বক্সের বাইরে থেকে রাফিনিয়ার জোরাল শটে স্রেফ পা ছুঁয়ে দিক পাল্টে দেন পোলিশ তারকা।
জার্ড মুলারকে (৩৬৫) ছাড়িয়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের হিসাবে সর্বোচ্চ লিগ গোলের তালিকায় তিন নম্বরে উঠে গেলেন লেভানদোভস্কি (৩৬৬)। তার ওপরে আছেন ক্রিস্তিয়ানো রোনালদো (৪৯৫) ও লিওনেল মেসি (৪৯৬)।
এবারের লা লিগায় ১০ ম্যাচে তার গোল হলো সর্বোচ্চ ১২টি। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে ১৪ গোল হয়ে গেল তার।
আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে গত রাউন্ডে আলাভেসের বিপক্ষে দলের ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করেছিলেন তিনি।
দ্বিতীয়ার্ধের শুরুতে সেভিয়ার জালে রাফিনিয়া বল পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি।
৬৬তম মিনিটে জোড়া পরিবর্তন আনেন বার্সেলোনা কোচ। লেভানদোভস্কিকে তুলে পাউ ভিক্তরকে ও রাফিনিয়ার জায়গায় ফের্মিন লোপেসকে নামান ফ্লিক।
৭১তম মিনিটে পেদ্রির ক্রসে বক্সে আনসু ফাতির জোরাল শট ঠেকান গোলরক্ষক। পরের মিনিটে লুকবাকিও বার্সেলোনার জালে বল পাঠালেও অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান।
৭৬তম মিনিটে ইয়ামাল ও ফাতিকে তুলে তোরে ও জেরার্দ মার্তিনকে নামানো হয়। পাঁচ মিনিট পরই গোলের দেখা পেয়ে যান তোরে। বক্সে তার শট প্রতিপক্ষের একজনের পায়ে লেগে জালে জড়ায়।
পরের মিনিটে দর্শকদের তুমুল করতালির মাঝে প্রায় এক বছর পর মাঠে ফেরেন গাভি। তাকে জায়গা দিতে উঠে যান যিনি, সেই পেদ্রি অধিনায়কের আর্মব্যান্ডও পরিয়ে দেন এই সতীর্থকে।
গত বছরের নভেম্বরে ইউরোর বাছাইয়ে জর্জিয়ার বিপক্ষে স্পেনের হয়ে বল নিয়ন্ত্রণ নেওয়ার সময় পড়ে গিয়ে হাঁটুতে গুরুতর চোট পেয়ে লম্বা সময়ের জন্য ছিটকে গিয়েছিলেন গাভি।
৮৭তম মিনিটে বার্সেলোনার জালে বল পাঠান ইদুম্বো। পরের মিনিটেই চার গোলের লিড পুনরুদ্ধার করেন তোরে।
বার্সেলোনার সামনে এখন বড় দুটি চ্যালেঞ্জ। আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচের পর শনিবার লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদের মুখোমুখি হবে তারা।