ওয়ার্ল্ড জুনিয়র টেনিস
প্রথমবারের মতো এই প্রতিযোগিতার সেমি-ফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ দল।
Published : 28 Feb 2025, 11:54 PM
বাহরাইনের কোর্টে আলো ছড়ালেন রাকিন-কাব্য-আসিফরা। প্রথমবারের মতো আইটিএফ ওয়ার্ল্ড জুনিয়র টেনিস প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেল বাংলাদেশ।
এশিয়ার অঞ্চলের বাছাইয়ে বালক বিভাগে (অনূর্ধ্ব-১৪) শুক্রবার কোয়ার্টার-ফাইনালে হংকংকে ২-০ ব্যবধানে হারায় বাংলাদেশ। সেমি-ফাইনালে ওঠার সুবাদে আগামী ৪ অগাস্ট চেক প্রজাতন্ত্রে শুরু হতে যাওয়া মূল পর্বে খেলার টিকেটও পেয়েছে দল।
গ্রুপ পর্বে সৌদি আরব ও নেপালের বিপক্ষে খেলে দুই ম্যাচেই জয় পায় বাংলাদেশ। নেপালকে ৩-০ ও সৌদি আরবকে ২-১ ব্যবধানে হারান রাকিন-কাব্য-আকাশরা।
বাহরাইনের এই প্রতিযোগিতায় মোট ২১টি দেশ অংশ নিচ্ছে। সেরা চার দল পাচ্ছে মূল পর্বে খেলার সুযোগ।