দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে যুবারা।
Published : 28 Feb 2023, 04:08 PM
প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধেও ধরে রাখল দাপট। থাইল্যান্ডকে হারিয়ে যুব কাবাডি বিশ্বকাপে পেল শুভ সূচনা।
ইরানের উর্মিয়ায় হওয়া এ প্রতিযোগিতায় মঙ্গলবার থাইল্যান্ডকে ৬৯-৪৩ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধে যুবারা ৩৪-১৯ ব্যবধানে এগিয়ে ছিল।
দুই অর্ধ মিলিয়ে তিনটি লোনা (প্রতিপক্ষকে অলআউট করা) আদায় করে নেয় বাংলাদেশ। প্রথমার্ধে একবার ও দ্বিতীয়ার্ধে দুইবার থাইল্যান্ডকে অলআউট করেন তসলিম-মহসিনরা।
২০১৯ সালে এই প্রতিযোগিতায় ব্রোঞ্জ জেতা বাংলাদেশ ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার মুখোমুখি হবে ভারতের।